১৬৭ টি ট্রেন সম্পূর্ণ রূপে বাতিল করার পাশাপাশি, ৪৬... more
১৬৭ টি ট্রেন সম্পূর্ণ রূপে বাতিল করার পাশাপাশি, ৪৬ টি ট্রেন বাতিল হয়েছে আংশিকভাবে। রবিবাসরীয় দিনে অফিসের ভিড় না থাকলেও যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও হয়েছে ওই ট্রেন বাতিলের ফলে। জানা গিয়েছে রক্ষণাবেক্ষণের জন্য ও মেরামতির কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে।
1/8রবিবার ২৪ জুলাই একাধিক ট্রেন বাতিল হয়েছে। ভারতীয় রেলের তরফে এই সমস্ত ট্রেনগুলির বিস্তারিত তথ্য জানানো হয়েছে। আইআরসিটিসির ওয়েবসাইটে রয়েছে এই ট্রেনগুলির যাবতীয় তথ্য। এই ট্রেনগুলির মধ্যে ১৬৭ টি ট্রেন সম্পূর্ণ রূপে বাতি করা হয়েছে। (Mint file) (HT_PRINT)
2/8১৬৭ টি ট্রেন সম্পূর্ণ রূপে বাতিল করার পাশাপাশি, ৪৬ টি ট্রেন বাতিল হয়েছে আংশিকভাবে। রবিবাসরীয় দিনে অফিসের ভিড় না থাকলেও যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও হয়েছে ওই ট্রেন বাতিলের ফলে। জানা গিয়েছে রক্ষণাবেক্ষণের জন্য ও মেরামতির কাজের জন্য এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। পোরবন্দর, পুনে, পাঠানকোট, আসানসোল, আজিমগঞ্জ, সাতারার রুটে বহু ট্রেন বাতিল হয়েছে। HT File Photo (HT_PRINT)