সম্প্রতি প্যান্ট্রিকার পুনরায় চালু করার ঘোষণা করে ভারতীয় রেল। এরপরেই অনেকের প্রশ্ন, তবে কি কম্বল, বেডরোলও আগের মতোই দেবে রেল?
1/5করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেনে বেশ কিছু নতুন নিয়ম হয়েছিল। প্যান্ট্রির রান্না খাবারের পাশাপাশি বন্ধ হয়েছিল বিছানা-কম্বলের ব্যবস্থাও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Amit Sharma/ANI)
2/5করোনা কিছুটা স্তিমিত। সম্প্রতি প্যান্ট্রিকার পুনরায় চালু করার ঘোষণা করে ভারতীয় রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @RailMinIndia) (Amit Sharma/ANI)
3/5এরপরেই অনেকের প্রশ্ন, তবে কি কম্বল, বেডরোলও আগের মতোই দেবে রেল? শীত পড়ে গিয়েছে। ফলে কম্বল পেলে যাত্রাকালে একটু সুবিধা হয় বৈকি। ফাইল ছবি : এএনআই (Amit Sharma/ANI)
4/5এখনই ঢিলেমি নয়। আপাতত কম্বল, বেডরোল চালু করা হচ্ছে না। এমনটাই জানাল ভারতীয় রেল। করোনা সতর্কতা আপাতত বজার রাখা হবে। ছবি সৌজন্য–এএনআই। (Amit Sharma/ANI)
5/5গত বছর মার্চে এই পরিষেবা বন্ধ করেছিল রেল। তবে যাত্রীরা এসি কোচে সমস্যা হলে রেলের ইউজ অ্যান্ড থ্রো বেডরোল কিট কিনতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Amit Sharma/ANI)