Indian Railways on Old Track Replacement: পুরনো ট্র্যাক বদলাতে CAG-র অনুমানের থেকে অনেক কম খরচ রেলের, দাবি রিপোর্টে
Updated: 06 Jun 2023, 09:38 AM ISTকরমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই রেল সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে রেল ট্র্যাক বদল নিয়ে মুখ খুলেছে রেল। জানানো হয়েছে, ২০২০-২১ সালে প্রায় ১২ হাজার কোটি টাকা খরচ করে পুরনো ট্র্যাক বদলেছ রেল। এদিকে সিএজি-র অনুমান, এই কাজ করতে প্রয়োজন ছিল প্রায় ৪৫ হাজার কোটি।
পরবর্তী ফটো গ্যালারি