বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন এটি। যে কোনও পাঁচ তারা হোটেলকেও হারাতে পারে। একাধিক প্যাকেজ যাত্রার জন্য ট্রেনটির টিকিট বুক করা যাবে।
1/6রাজার মতো করে ভ্রমণ। আধুনিক, অতি বিলাসবহুল 'মহারাজাস' এক্সপ্রেসের বুকিং শুরু করল ভারতীয় রেল। বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন এটি। যে কোনও পাঁচ তারা হোটেলকেও হারাতে পারে। একাধিক প্যাকেজ যাত্রার জন্য ট্রেনটির টিকিট বুক করা যাবে। ছবি- ভারতীয় রেল (Indian Railways)
2/6'ইন্ডিয়ান প্যানোরামা,' 'দ্য ইন্ডিয়ান স্প্লেন্ডার,' 'দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া' এবং 'ট্রেজারস অফ ইন্ডিয়া'- মোট ৪টি প্যাকেজ ট্যুর রয়েছে। এর মধ্যে বাজেট অনুযায়ী কেবিন বা স্যুট বেছে নিতে পারবেন যাত্রীরা। ছবি- ভারতীয় রেল (Indian Railways)
3/6সব ক'টি প্যাকেজেই আগ্রার তাজমহল পরিদর্শন, রণথম্বোরের টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি এবং জয়পুর ভ্রমণের অপশন রয়েছে। মহারাজা এক্সপ্রেসকে ব্রিটেনের রয়্যাল স্কটসম্যান এবং ইউরোপের ওরিয়েন্ট এক্সপ্রেসের মতো বিখ্যাত বিলাসবহুল ট্রেনের চেয়েও ভাল বলে দাবি করা হচ্ছে। ছবি- ভারতীয় রেল (Indian Railways)
4/6যাত্রীদের 'মহারাজার' মতো খাতির যত্নের সমস্ত ব্যবস্থাই করেছে ভারতীয় রেল। মহারাজা এক্সপ্রেসের পাঁচটি প্যাসেঞ্জার সেলুন রয়েছে। প্রতিটিতে চারটি ডিলাক্স কেবিন। অতিধনীদের জন্য রয়েছে বিশাল 'প্রেসিডেন্সিয়াল স্যুট'। ট্রেনের মধ্যেই সে যেন আপনার ব্যক্তিগত বাড়ি। ভাড়াও সেরকম। সব কেবিনেই এলসিডি টিভি, ইন্টারনেট রয়েছে। ছবি- ভারতীয় রেল (Indian Railways)
5/6কেবিন এবং ঘরগুলির মাঝে কমন এরিয়াও রয়েছে। সেখানে পাবেন দুর্দান্ত সব খাবারের স্বাদ। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য সমস্ত কেবিন এবং পাবলিক এলাকায় বড় প্যানোরামিক জানালা রয়েছে। দু'টি ফাইন-ডাইনিংয়ের জায়গা থাকছে এই ট্রেনে। তাদের নামও দারুণ, ময়ূর মহল এবং রং মহল। এখানে একসঙ্গে ৪২ জন যাত্রী বসে খাওয়াদাওয়া করতে পারবেন। দেশ-বিদেশের নামি-দামি খাবারের মেনু তো আছেই। সুরাপ্রেমীদের জন্য ওয়াইন, বিয়ার এবং অন্যান্য পানীয়েরও বন্দোবস্ত রয়েছে। মহারাজা এক্সপ্রেসে একটি বারও রয়েছে। 'রাজা ক্লাব' নাম। ছবি- ভারতীয় রেল (Indian Railways)
6/6মহারাজা এক্সপ্রেসের ভাড়ার তালিকা। ছবি- ভারতীয় রেল (Indian Railways)