সম্প্রতি ৬টি ট্রেনের রুট পরিবর্তন করেছে ভারতীয় রেল। রেলওয়ে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। তাতে বলা হয়েছে যে ট্র্যাফিক ব্লকের কারণে কিছু ট্রেন ডাইভার্ট করা হচ্ছে। পূর্ব মধ্য রেলওয়ের সোনপুর ডিভিশনে নন-ইন্টারলকিং কাজের কারণে এই ট্রেনগুলির রুট পরিবর্তিত হয়েছে। একনজরে দেখুন তালিকা :
1/6২০৫০২ আনন্দ বিহার টার্মিনাল-আগরতলা এক্সপ্রেস - ২৩ মার্চ এই ট্রেনটি ছাড়বে। দানাপুর-মোকামা-নয়া বারাউনি হয়ে ঘুরিয়ে দেওয়া হবে এই ট্রেনটিকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
2/6২২৪৫০ নয়া দিল্লি-গুয়াহাটি এক্সপ্রেস - ২৩ মার্চ ট্রেনটি ছাড়বে। এটিকে দানাপুর-মোকামা-নয়া বারাউনি হয়ে ডাইভার্ট করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল)
3/6১২৫২৪ নতুন দিল্লি-নিউজালপাইগুড়ি - ২৩ মার্চ ট্রেনটি ছাড়বে। গোরখপুর-পানেওয়াড়ি-কাপারপুরা-মুজাফফরপুর হয়ে চলবে ট্রেনটি৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railway)
4/6১৫০৭৭ কামাখ্যা – গোমতী নগর টার্মিনাস এক্সপ্রেস- ২২ মার্চ ছাড়বে ট্রেনটি। কাটিহার-বরাউনির মধ্যে ৭০ মিনিটের স্টপেজ দিয়ে ডাইভার্ট করা হবে। (ছবিটি প্রতীকী)
5/6১৪৬৭৩ জয়নগর-অমৃতসর এক্সপ্রেস - ২৪ মার্চ যাত্রা শুরু করবে ট্রেনটি। ৮০ মিনিটের স্টপেজ দিয়ে সমস্তিপুর-সরাইয়ের মধ্যে ডাইভার্ট করা হবে ট্রেনটিকে। প্রতীকী ছবি।
6/6১৫২৩১ বারৌনি-গোন্দিয়া এক্সপ্রেস- ২৪ মার্চ তারিখে যাত্রা শুরু করবে ট্রেনটি। ৬০ মিনিটের স্টপেজ সহ বারাউনি-সরাইয়ের মধ্যে চলবে ট্রেনটি। (ছবিটি প্রতীকী)