India Shooting in Olympics Highlights: দিনভরের ব্যর্থতা ম্লান হল মনুর সাফল্যের কাছে! উঠলেন অলিম্পিক্স ফাইনালে, সোনা….?
Updated: 27 Jul 2024, 05:41 PM ISTদিনভরের ব্যর্থতা ম্লান হল মনু ভাকেরের সাফল্যের কাছে। প্রথম দুটি ইভেন্টে ভারতের স্বপ্নভঙ্গ হওয়ার পরে মহিলাদের ১০ এয়ার পিস্তল রাইফেলের ফাইনালে উঠলেন। আজ প্রথম পদক না এলেও রবিবার ভারত প্রথম মেডেল জিততে পারে। আর সেটা সোনাও হতে পারে।
পরবর্তী ফটো গ্যালারি