পোষ্য কুকুরকে ছাড়া ইউক্রেন ফিরবেন না, বলেছিলেন তিনি। মোদী সরকারের কাছে আবেদন করেন তিনি। শেষমেশ তাঁকে কুকুর নিয়ে ফেরার অনুমোদন দিল ভারত সরকার।
1/4ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এরই মাঝে ঋষভ কৌশিক এবং তার চারপেয়ে সঙ্গী মালিবুর ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোষ্য কুকুরকে ছাড়া ইউক্রেন ফিরবেন না, বলেছিলেন তিনি। মোদী সরকারের কাছে আবেদন করেন তিনি। শেষমেশ তাঁকে কুকুর নিয়ে ফেরার অনুমোদন দিল ভারত সরকার। সারমেয়ে সঙ্গীকে নিয়েই বুদাপেস্ট (হাঙ্গেরি) হয়ে দেশে ফিরলেন ঋষভ। ছবি : এএনআই (Instagram )
2/4ঋষভ কৌশিক উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের বাসিন্দা। তিনি খারকিভের একটি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। ইউক্রেনে সংকটের সময়ে বাড়ি আসতে পারছিলেন না তিনি। পোষ্য কুকুরটিকে ছেড়ে আসতে চাননি তিনি। প্রথমে কুকুরটি আনার অনুমোদন পাননি তিনি। তিনি নিজের সমস্যার কথা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এনওসি দেওয়ার জন্য তিনি সরকারের কাছে অনুরোধ করেছিলেন। ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
3/4ঋষভ কৌশিক বলেন, 'পুরো প্রক্রিয়াটি বেশ লম্বা ছিল। যুদ্ধের মতো পরিস্থিতিতে নাগরিকদের ফেরার অনুমতি দেওয়া হচ্ছে। তাই আপিল করেছিলাম। সম্প্রতি একটি স্মারকলিপি বের হয়। তাতে বলা হয়েছে, পোষ্য প্রাণীদের এখন NOC ছাড়াই অনুমতি দেওয়া হচ্ছে।' ফাইল ছবি : এএনআই (Instagram )
4/4রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ১৮৫ জন ভারতীয়কে নিয়ে একটি বিশেষ বিমান বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই পৌঁছেছে। কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে আসা যাত্রীদের স্বাগত জানান। ফাইল ছবি : এএনআই (Instagram )