India's First ‘Hanging’ Rail Bridge: ১১ মাসেই তৈরি দেশের প্রথম 'ঝুলন্ত' রেল সেতু, এর ওপর দিয়েই ছুটবে বন্দে ভারত
Updated: 30 Apr 2023, 09:09 AM ISTদেশের প্রথম ঝুলন্ত রেল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, সেতুর সবকটি কেবল লাগানোর কাজ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রেক্ষিতে মন্তব্য করেছেন। উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই এই সেতু দিয়ে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।
পরবর্তী ফটো গ্যালারি