বর্তমানে বিশ্বের কিছু স্থানে ফের করোনা মাথাচাড়া দিচ্ছে। চীন এবং ইউরোপের কিছু অংশে ওমিক্রনের BA.2 ভেরিয়েন্টের বৃদ্ধি হচ্ছে।
1/7ভারতে যাতায়াতের ক্ষেত্রে কোভিড বিধিনিষেধ লঘু করল মার্কিন প্রশাসন। ভারতকে এখন কম ঝুঁকিসম্পন্ন দেশ বলে ধরা হচ্ছে। ফাইল ছবি: এপি (PTI)
2/7মহামারীর কারণে গত দুই একাধিক বিধিনিষেধ ছিল। বর্তমানে বিশ্বের কিছু স্থানে ফের করোনা মাথাচাড়া দিচ্ছে। চিন এবং ইউরোপের কিছু অংশে ওমিক্রনের BA.2 ভ্যারিয়েন্টের বৃদ্ধি হচ্ছে। প্রতীকী ছবি : এএনআই (PTI)
3/7তবে, ভারতে কোভিড কেস কমছে। আর সেই কারণেই ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সোমবার যাতায়াত সংক্রান্ত বিধি লঘু করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট) (PTI)
4/7সিডিসি ভারতকে লেভেল ৩ (উচ্চ ঝুঁকি) থেকে লেভেল ১ (কম ঝুঁকি)-এ নামিয়েছে। ফাইল ছবি: এপি (PTI)
5/7মার্কিন বিভাগ এক বিবৃতিতে বলেছে, 'সিডিসি কোভিড-১৯ -এর কারণে লেভেল 1 ভ্রমণ স্বাস্থ্য বিজ্ঞপ্তি জারি করেছে।' এতে আরও যোগ করা হয়েছে যে, 'কোনও আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করার আগে, অনুগ্রহ করে টিকাপ্রাপ্ত এবং টিকাবিহীন ভ্রমণকারীদের জন্য সিডিসির নির্দিষ্ট সুপারিশগুলি পর্যালোচনা করুন।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
6/7CDC নির্দেশিকা অনুযায়ী, লেভেল ১-এর মধ্যে কম কোভিড ঝুঁকি রয়েছে এমন দেশগুলিকে রয়েছে। সিডিসি এই দেশগুলিতে ভ্রমণের আগে সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
7/7বর্তমানে, এই বিভাগে ভারত, চিন, কেনিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, তাইওয়ান, উগান্ডা সহ ৩০ -টিরও বেশি দেশ রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি) (PTI)