বাংলা নিউজ >
ছবিঘর >
‘উফ কী সুন্দর বগল’, মডার্ন লুকে ছবি শেয়ার করে কটাক্ষের শিকার ইন্দ্রাণী হালদার
‘উফ কী সুন্দর বগল’, মডার্ন লুকে ছবি শেয়ার করে কটাক্ষের শিকার ইন্দ্রাণী হালদার
Updated: 13 Jan 2022, 12:21 PM IST
লেখক Priyanka Bose
‘শ্রীময়ী’ শেষ হতেই মডার্ন লুকে ধরা দিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। প্রশংসার পাশাপাশি কটাক্ষের শিকার তিনি। এ বিষয় অবশ্য কোনও মন্তব্য করেননি নায়িকা।
1/6কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। শ্রীময়ীর মাধ্যমে ছোটপর্দায় চূড়ান্ত সাফল্য পেয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এবার ধারাবাহিক শেষ হতেই শ্রীময়ী চরিত্রের লুক ছেড়ে ছোট করে চুল কেটে একেবারে অন্য লুকে ধরা দিলেন অভিনেত্রী। (ছবি ইনস্টাগ্রাম)
2/6সম্প্রতি নিজের নয়া লুকের ছবি নেটমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। ছোট ছোট চুল, মর্ডান ড্রেস, একেবারে ঝাঁ চকচকে লুকে ধরা দিয়েছেন ইন্দ্রাণী হালদার।
3/6একেবারে মেম সাহেব সেজে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই তা হু হু করে ভাইরাল। বয়স ৫০-এর কাছাকাছি এলেও তাঁকে দেখে বোঝা দায়।
4/6এদিন হলুদ রঙের ওয়ান পিস এবং হাতে সানগ্লাস নিয়ে অভিনেত্রী ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তেমনি কটাক্ষ করতেও বাদ যাননি নায়িকাকে।
5/6অভিনেত্রীর ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘উফ কী সুন্দর বগল’। কারও মন্তব্য, ‘এটা কী ধরণের ফ্য়াশন?’ এমনই নানা মন্তব্য উড়ে আসে নায়িকার সোশ্যাল মিডিয়া পোস্টে।
6/6যদিও এসব মন্তব্যকে পাত্তা দেননা তিনি। প্রমান করে দিয়েছেন বিতর্ককে আপাতত পাত্তা দিতে নারাজ তিনি। ইন্দ্রাণী চলেন স্বমেজাজে।