চড়চড় করে বাড়ছে গ্যাসের দাম। এই অবস্থায় ইনডাকশন কিনবেন কিনা বুঝে উঠতে পারছেন না অনেকেই। এর পাঁচ গুণ জানলে আজই কিনে আনবেন যন্ত্রটি।
1/6চড়চড় করে বাড়ছে গ্যাসের দাম। এই অবস্থায় ইনডাকশন কিনবেন কিনা বুঝে উঠতে পারছেন না অনেকেই। এর পাঁচ গুণ জানলে আজই কিনে আনবেন যন্ত্রটি। (Freepik)
2/6দাম কম: ইনডাকশন যন্ত্রের দাম এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে। এখন একটি গ্যাস কিনলে তাতে একমাস চলে কারও, কারও আবার দুই মাস তো কারও ১৫ দিন। কিন্তু এই মেশিন কিনলে সেই সব ভাবনা নেই। (Freepik)
3/6কারেন্ট খায় কম: আধুনিক ইনডাকশন ওভেনগুলি বিদ্যুতের দিক থেকে ভীষণ সাশ্রয়ী। এই ওভেনে সারাদিন রান্না করলেও মাসের শেষে মোটেই বড় বিল আসে না। বরং গ্যাসের দামের থেকে কম দামেই রান্না সেরে ফেলা যায়। (Freepik)
4/6ওভেনের ওয়ারেন্টি: ওভেনটি যেহেতু ইলেক্ট্রিক মেশিন। তাই এরও ওয়ারেন্টি পাবেন। কিছু টাকার বিনিময়ে সেই ওয়ারেন্টি বাড়িয়েও নেওয়া যায়। এতে দীর্ঘদিন মেশিন নিয়ে আর ভাবতে হয় না। (Freepik)
5/6সবরকম রান্না: প্রায় সবরকম রান্নাই ইনডাকশন ওভেনে রেঁধে ফেলা যায়। তাই আলাদা করে গ্যাসে রান্না করার আর দরকারই হয় না। একইসঙ্গে খাবার খেতে বেশ সুস্বাদুও হয়। (Freepik)
6/6অটোমেটিক রান্না: কোনও খাবার গরম করা থেকে কোনওকিছু ফোটানোর কাজ ইনডাকশনে সহজেই করা টাইমার দিয়ে করা যায়। এর ফলে রান্নাটি হল কিনা তা দেখতে নজর রাখতে হয় না। (Freepik)