আইটি কর্মীদের অনেকেই এই বিপুল বেতন বৃদ্ধি ভাল চোখে দেখছেন না। অখুশি শেয়ারহোল্ডাররাও। তাঁদের যুক্তি, সংস্থার সাধারণ কর্মীরা গড়ে যে বেতন পান, তার থেকে প্রায় ৮৭২ গুণ বেশি বেতন সিইও-র। এটি অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ।
1/5এক ধাক্কায় দ্বিগুণ বেতন। এতদিন বছরে ৪২ কোটি টাকার প্যাকেজ পেতেন আইটি সংস্থা ইনফোসিসের সিইও। এবার আরও বেশি টাকা পাবেন সলিল পারেখ। ফাইল ছবি: ব্লুমবার্গ (PTI)
2/5বছরে ৭৯ কোটি টাকা! এক ধাক্কায় ৮৮% বেতন বাড়ল ইনফোসিস কর্তার। বাজার বিশেষজ্ঞদের মতে, তাঁর নির্দেশনায় সংস্থার ভাল পারফর্ম্যান্সের কারণেই এই বেতন বৃদ্ধি। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5তবে আইটি কর্মীদের অনেকেই এই বিপুল বেতন বৃদ্ধি ভাল চোখে দেখছেন না। অখুশি শেয়ারহোল্ডাররাও। ছবি: টুইটার (PTI)
4/5তাঁদের যুক্তি, সংস্থার সাধারণ কর্মীরা গড়ে যে বেতন পান, তার থেকে প্রায় ৮৭২ গুণ বেশি বেতন সিইও-র। এটি অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ। দেশের আর্থিক বৈষম্য তুলে ধরে এই সিস্টেম। ছবি: টুইটার (PTI)
5/5তবে অনেকে এর সমর্থনও করেছেন। তাঁদের মতে, কঠোর পরিশ্রমের ফলই পাচ্ছেন সলিল পারেখ। তাঁর নেতৃ়ত্বে সংস্থার ব্যবসা বৃদ্ধির কারণেই মুনাফার অংশ পাচ্ছেন তিনি। ফাইল ছবি: পিটিআই (PTI)