Infosys Q3 Income: কার্যত সমস্ত আয়ের আন্দাজই ভেঙে ... more
Infosys Q3 Income: কার্যত সমস্ত আয়ের আন্দাজই ভেঙে দিয়েছে ইনফোসিস। বিভিন্ন ব্রোকারেজ সংস্থার হিসাব অনুযায়ী মোট রাজস্ব ৩৭,৬১৩ কোটি টাকার আশেপাশে হবে বলে আশা করা হয়েছিল। যা কিন্তু নেহাত্ কম নয়। সেই 'এস্টিমেট'ও টপকে গিয়েছে ইনফোসিসের আয়।
1/5ডিসেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকের আর্থিক রিপোর্ট প্রকাশ করল ইনফোসিস। মোট ৬,৫৮৬ কোটি টাকার কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছে সংস্থার। যা কিনা প্রায় ১৩% বৃদ্ধি। গত বছর(অর্থ) এই একই ত্রৈমাসিকে ৫,৮০৯ কোটি টাকার নিট মুনাফা করেছিল আইটি সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/5কনসোলিডেটেড রেভেনিউ এর আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ৩১,৮৬৭ কোটি টাকা ছিল। সেই তুলনায় ২০.২ শতাংশ বেড়ে ৩৮,৩১৮ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5অর্থাত্ কার্যত সমস্ত আয়ের আন্দাজই ভেঙে দিয়েছে ইনফোসিস। বিভিন্ন ব্রোকারেজ সংস্থার হিসাব অনুযায়ী মোট রাজস্ব ৩৭,৬১৩ কোটি টাকার আশেপাশে হবে বলে আশা করা হয়েছিল। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5এটি কিন্তু নেহাত্ কম নয়। সেই 'এস্টিমেট'ও টপকে গিয়েছে ইনফোসিসের আয়। সংস্থার শেয়ারে এর সাময়িক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: টুইটার (REUTERS)
5/5বৃহস্পতিবার Infosys-এর শেয়ার ১,৪৮২.৯৫ টাকায় ক্লোজ হয়েছে। গত ১ বছরে সংস্থার শেয়ার দর প্রায় ২১.৮২% হ্রাস পেয়েছে। গত ৫২ মাসের সর্বোচ্চ শেয়ার দর ছিল ১,৯৫৩.৯০ টাকা। গ্রাফ: গুগল ফাইন্যান্স (REUTERS)