Infosys Job News: ইনফোসিসের চিফ ফাইন্যান্সিয়াল অফ... more
Infosys Job News: ইনফোসিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নীলাঞ্জন রায় বলেন, অর্থবর্ষ শেষের আগেই ৫০ হাজারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা হবে। নিয়োগ প্রক্রিয়া এখনও অব্যাহত আছে বলে জানান তিনি। সংস্থার পকেটে বেশ কিছু বড় প্রকল্প রয়েছে। ফলে কর্মীদের সেখানে নিযুক্ত করা হতে পারে।
1/6২০২২-২৩ ত্রৈমাসিকে প্রায় ৬ হাজার ফ্রেশার নিয়োগ করেছে Infosys । চলতি অর্থবর্ষের শুরুতেই ৫০ হাজার নতুন কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। বছরের প্রথমার্ধেই তার মধ্যে প্রায় ৪০ হাজার নয়া কর্মী নিয়োগ করেছিল আইটি সংস্থা। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
2/6ইনফোসিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নীলাঞ্জন রায় বলেন, অর্থবর্ষ শেষের আগেই ৫০ হাজারের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলা হবে। নিয়োগ প্রক্রিয়া এখনও অব্যাহত আছে বলে জানান তিনি। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/6সংস্থার পকেটে বেশ কিছু বড় প্রকল্প রয়েছে। ফলে কর্মীদের সেখানে নিযুক্ত করা হতে পারে। ইতিমধ্যেই নতুন কর্মীদের মহীশূরের ইনফোসিসের প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি করা হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (REUTERS)
4/6বিভিন্ন সংস্থার ক্ষেত্রে বর্তমানে ফ্রেশার নিয়োগ করা বেশ কঠিন একটি বিষয়। বর্তমান আন্তর্জাতিক মন্দার পরিস্থিতিতে নয়া কর্মী নিয়োগ কমিয়েছে বেশিরভাগ বড় সংস্থাই। উল্টে কর্মী সংখ্যা কমিয়ে খরচ কমানো হচ্ছে। সেখানে ইনফোসিসের বিপুল সংখ্যক ফ্রেশার ও নয়া কর্মী নিয়োগ উল্লেখযোগ্য বিষয়। কারণ এই নয়া কর্মীদের সংস্থার জন্য প্রশিক্ষণ দিতে বা চলমান প্রকল্পে প্রবেশ করাতে সংস্থার আলাদা করে খরচ হয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/6প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে সংস্থা। মোট ৬,৫৮৬ কোটি টাকার কনসোলিডেটেড নিট মুনাফা হয়েছে সংস্থার। যা কিনা প্রায় ১৩% বৃদ্ধি। গত বছর(অর্থ) এই একই ত্রৈমাসিকে ৫,৮০৯ কোটি টাকার নিট মুনাফা করেছিল আইটি সংস্থা। ফাইল ছবি: টুইটার (REUTERS)
6/6ইনফোসিসের কনসোলিডেটেড রেভেনিউ এর আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ৩১,৮৬৭ কোটি টাকা ছিল। সেই তুলনায় ২০.২ শতাংশ বেড়ে ৩৮,৩১৮ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজব্য ব্লুমবার্গ) (REUTERS)