INS Mormugao Missile Launch: বড় সাফল্য নৌসেনার, মাঝসাগরে সুপারসনিক টার্গেট ধ্বংস করল ভারতীয় রণতরী
Updated: 23 May 2023, 12:32 PM ISTভারতীয় নৌসেনা রনবতম সংযোজন আইএনএস মরমুগাওঁয়ের বড় সাফল্য। আজ মাঝসাগরে এই রণতরী থেকে মিসাইল উৎক্ষেপণের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌসেনা। কয়েকদিন আগেই এই রণতরী থেকেই ব্রহ্মোস মিসাইলের উৎক্ষেপণেরও পরীক্ষা চালানো হয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি