1/20আরাম এবং বিলাশবহুলতার সঠিক উদাহরণ অভিনেত্রী শিল্পা শেট্টি এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রার সাগর ঘেঁষা বাংলো। অন্দর মহলে প্রবেশ করলেই দেখা মিলবে একাধির শোওয়ার ঘর, একাধিক লিভিং রুম, ডাইনিং রুম থেকে মিনি বার এবং বড় বাগান।
2/20অভিনেত্রীর সুসজ্জিত লিভিং রুমের ছবি। বাহারি আলো এবং দামী আসবাপত্রে সাজানো এই লিভিং রুম। বাড়ির নাম ‘কিনারা’।
3/20জুহু বীচের ধারে রয়েছে রাজ-শিল্পার এই রাজকীয় বাড়ি। অভিনেত্রীর বাংলোতে প্রবেশের সদর দরজার অন্দরের ছবি। দেখুন সেই চোখ ধাঁধানো ছবি-
4/20বসার জন্য রয়েছে আরো একটি লিভিং রুম। পুরো বাড়ির নিজের হাতে সাজিয়েছেন শিল্পা।
5/20বাড়ির ঘর গুলিতে প্রবেশের জন্য রয়েছে এই ফাঁকা স্থান। গোল্ডেন রঙের আলো দিয়ে সুসজ্জিত এই স্থানে রয়েছে নানা দামি সরঞ্জাম।
6/20রাজ-শিল্পার রাজকীয় বেডরুমের ছবি।
7/20বাড়িতে বড় কাঠের ডাইনিং রুম রয়েছে। রাজকীয় নিত্যনতুন মডেলের জিনিসে সুসজ্জিত করা।
8/20শুধুমাত্র বসার জন্য রয়েছে রঙিন সোফা। মূলত সেলিব্রেশন মুডের ক্ষেত্রে তারকা দম্পতি এই রুম সাজিয়েছেন গোটা পরিবারের জন্যও বটে।
9/20ভগবানকে পুজো করার জন্য রয়েছে মন্দির। সেখানে বালাজি, গণেশ সহ অন্যান্য ভগবানের মূর্তি সুসজ্জিত করে রাখা রয়েছে। এবং আরাধণার ব্যবস্থা রয়েছে সেখানে।
10/20পরিবার এবং বন্ধুদের সঙ্গে উদযাপন ও সময় কাটানের জন্য বাড়ির ভিতরে রয়েছে ‘মিমি বার’ এর ব্যবস্থা।
11/20সাগরমুখী এই বিলাশবহুল বাড়ির সামনে রয়েছে বড় বাগান। সেখানে বসার ব্যবস্থা এবং সবুজে ঘেরা বাগান রয়েছে।
12/20শিল্পা বাড়ির প্রতিটি কোনা সুন্দর এবং দামি জিনিসপত্র ও আসবাপত্র দিয়ে সাজিয়ে রেখেছেন।
13/20লিভিং রুমে দাঁড়িয়ে পরিবারের সঙ্গে দম্পতির ছবি।
14/20বাড়ির প্রতিটা সদস্যের জন্য রয়েছে নিজের নিজের আলাদা ব্যক্তিগত স্থান।
15/20বাড়ির ভিতরে রয়েছে জিম করার আলাদা স্থান।
16/20দেখুন ছবি।
17/20ইটালিয়ান টাইলসের দামি মেঝে দিয়ে পুরো বাড়ির অন্দরমহল সাজানো।
18/20শিল্পার মুম্বাইয়ের বাংলোয় রান্না ঘরের ছবি।
19/20সবুজে ঘেরা শিল্পার বাগান।
20/20বাংলোর ব্যালকনি দিয়ে দেখা মেলে সবুজে ঘেরা বাগান।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.