Insurance Rule Change: আমূল পরিবর্তন হতে চলেছে বিমা খাতে, বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার পথে IRDA
Updated: 10 May 2022, 01:50 PM IST- Insurance Rule Change: বিমা করানোর ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে আইআরডিএ। এর জেরে বিমা গ্রাহকদের অনেক সুবিধা হতে চলেছে। এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে আইআরডিএ একটি পৃথক প্যানেল গড়েছে। সেই প্যানেল বিভিন্ন সুপারিশ দিয়েছে বিমা খাতে বদলের জন্য।