International Kissing Day 2022: প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এই দিনটি পালন শুরু হয় বলে মনে রেন অনেক। কিন্তু চুমু মানেই কি একরকম? নাকি তারও প্রকার ভেদ আছে? জেনে নিন।
1/21শুধুই কি পরস্পরের ঠোঁটে ঠোঁট রাখাটাই চুমু? নাকি আরও অনেক রকমের চুমু হতে পারে? আন্তর্জাতিক চুম্বন দিবসে জেনে নিন চুমুর প্রকারভেদ।
2/21১। French Kiss: নামটির সঙ্গে অনেকেই পরিচিত। ঠোঁটে ঠোঁট রেখে অন্তরঙ্গ এবং আবেগঘন চুমু। এই সময়ে পরস্পরের জিভও ছুঁয়ে থাকে।
3/21২। Single Lip Kiss: নাম থেকেই বোঝা যায়, সঙ্গীর শুধুমাত্র একটি ঠোঁটে চুমু।
4/21৩। American Kiss: এটিও French Kiss-এর মতোই। কিন্তু এখানে শুধুমাত্র পরস্পরের ঠোঁট ছুঁয়ে থাকবে। জিভের স্পর্শ হবে না।
5/21৪। Lizzy Kiss: এটি খুবই ঘনিষ্ঠ চুম্বন। এক্ষেত্রে ঠোঁটের স্পর্শই হবে না। শুধু পরস্পরের জিভের স্পর্শ হবে।
6/21৫। Ice Kiss: দু’জনের ঠোঁটের মাঝে বরফ রেখে চুমু। এটি সারা শরীরে অন্য রকম অনুভূতি দেয় বলেও দাবি করা হয়।
7/21৬। Nibble Kiss: সঙ্গীর নীচের ঠোঁটে চুমু খাওয়া এবং সেখানে অল্প কামড় বসানো হল এই চুমুর বৈশিষ্ট্য।