International Kissing Day 2022: ৬ জুলাই আন্তর্জাতিক চুম্বন দিবস। কিন্তু চুমু নাকি শুধু ভালোবাসার অভিব্যক্তি নয়, এটি এক ধরনের ওষুধও। চুম্বনে সারে বহু অসুখ। দেখে নেওয়া যাক, কী কী সেগুলি।
1/9চুমু কি শুধুই ভালোবাসার অভিব্যক্তি? মোটেই তা নয়। বিশেষজ্ঞরা বলছেন, চুমু খেলে সেরে যেতে পারে বহু অসুখও। এই তালিকা বেশ লম্বা। দেখে নেওয়া যাক, চুমু কোন কোন অসুখ সারাতে পারে।
2/9১। ক্যালোরি ঝরায়: বেশ কিছু গবেষণা বলছে, নিয়মিত চুমু খেলে সামান্য মাত্রায় হলেও ওজন নিয়ন্ত্রণে থাকে। কারণ এর ফলে বেশ কিছু ক্যালোরি ঝরে।
3/9২। আত্মবিশ্বাস বাড়ে: নিয়মিত চুমু খেলে আত্মবিশ্বাস বাড়ে। তার ফলে কমে উদ্বেগের মতো বিষয়গুলি। এতে শরীর ভালো থাকে, মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়।
4/9৩। মুখের মেদ কমে: চুমু খাওয়ার সময়ে মুখের বেশ কিছু পেশির ব্যায়াম হয়। তার ফলে মুখের মেদের পরিমাণ কমে। মুখের পেশি টানটান হয়।
5/9৪। মন ভালো হয়: চুমু খেলে সেই সময়ে শরীরে বেশ কিছু হরমোনের ক্ষরণ বাড়ে। এর মধ্যে অনেকগুলিই মন ভালো রাখতে সাহায্য করে। সহজ ভাষায় যেগুলিকে বলা হয় Happy Hormone। এগুলির প্রভাবেই মন ভালো থাকে। শরীর সুস্থ থাকে। হজম ক্ষমতা বাড়ে।
6/9৫। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে: এর জন্যও দায়ী হচ্ছে হরমোন। চুম্বনের সময়ে এমন কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
7/9৬। দাঁতের ক্ষয় কমে: চুমু খাওয়ার সময়ে মুখে লালা নিঃসরণের পরিমাণ বাড়ে। তাতে মুখে জমা জীবাণু মরে যায়। মুখের রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। এতে দাঁতের ক্ষয় এবং মাড়ির সংক্রমণ কমে।
8/9৭। মাথাব্যথা কমে: মাইগ্রেন জাতীয় ব্যথার পরিমাণ কমে নিয়মিত চুম্বনে। যাঁরা নিয়মিত চুমু খান, তাঁদের মাথাব্যথার পরিমাণ কম হয়। এমনই বলছে গবেষণা।
9/9৮। যৌনসম্পর্কের প্রথম ধাপ: সুস্থ জীবন পেতে সুস্থ যৌনসম্পর্ক থাকাটা খুব দরকারি। চুম্বন হল যৌনসম্পর্কের প্রথম ধাপ। তাই চুম্বনের মধ্যে দিয়েই টের পাওয়া সম্ভব পরস্পরের সঙ্গে যৌনসম্পর্কটি উপভোগ্য হতে চলেছে কি না।