বার্ধক্যকালে সবাই আর্থিক নিরাপত্তা চায়। অবসরের পর যাতে কোনও প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয় এর জন্য বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন অনেকে। আপনিও যদি বয়সকালে নিরাপদ বিনিয়োগের সন্ধান করে থাকেন, তাহলে নিম্নলিখিত স্কিমগুলির বিষয়ে বিশদে জেনে নিন। বর্তমানে, প্রবীণ নাগরিকদের জন্য এই ধরনের অনেক স্কিম রয়েছে। এই স্কিমগুলিতে চমৎকার রিটার্ন পাওয়া যাচ্ছে।
1/5যাদের বয়স ৬০ বছর পেরিয়ে গিয়েছে, তাদের জন্য বেশ কিছু বিনিয়োগের স্কিম চালু রয়েছে বর্তমানে। এই স্কিমের সুবিধা বার্ধক্যের 'লাঠি' হয়ে উঠতে পারে আপনার জন্য। সরকারি ও বেসরকারি খাতে এই ধরনের স্কিমগুলি রয়েছে। এর থেকে আপনি মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। আপনার অর্থও নিরাপদ থাকবে।
2/5প্রবীণ নাগরিকদের দৈনন্দিন চাহিদা মেটাতে অর্থের প্রয়োজন। আপনি যদি চান, আপনি জীবনে নগদ প্রবাহ বজায় রাখতে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে মাসিক আয়ের কিছু অংশ বিনিয়োগ করতে পারেন। বর্তমানে, পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম প্রকল্পটি বার্ষিক ৬.৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। আয়ের স্ল্যাব অনুযায়ী এই স্কিমে প্রাপ্ত সুদের উপর কর প্রযোজ্য।
3/5সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হল পোস্ট অফিসের একটি ঝুঁকিহীন প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে প্রবীণ নাগরিকরা নিশ্চিত রিটার্ন পাবেন। নিতে হবে না কোনওরকম ঝুঁকি। ১,০০০ টাকার গুণিতকে টাকা জমা করে ষাটোর্ধ্বরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। সর্বোচ্চ ১৫ লাখ টাকা জমা দেওয়া যাবে। ফিক্সড ডিপোজিটের মতোই এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর।
4/5ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি-তে সিনিয়র সিটিজেন গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। বেশিরভাগ ব্যাঙ্কই সাধারণ গ্রাহকদের তুলনায় তাদের প্রবীণ নাগরিকদের এফডি-তে ০.২৫ শতাংশ থেকে ১ শতাংশ বেশি সুদ দিয়ে থাকে। আয়করের ধারা 80TTB-এর অধীনে প্রবীণ নাগরিকরা এফডি-তে প্রাপ্ত সুদের আয়ের উপর ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় দাবি করতে পারেন।
5/5আপনি যদি নিয়মিত আয়ের জন্য কোনও স্কিম খুঁজছেন, তাহলে অ্যানুইটি স্কিম আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। এতে বিনিয়োগকারী বিনিয়োগের পরিমাণের উপর ৫.৫ থেকে ৬.৫ শতাংশ বার্ষিক রিটার্ন পেতে পারেন। এসবিআই-তে এই স্কিমে ৩৬, ৬০, ৮৪ বা ১২০ মাসের জন্য টাকা জমা করা যেতে পারে। ৫ বছরের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে পেতে হলে, ন্যূনতম ৬০,০০০ টাকার আমানত করতে হবে।