1/5আগামী ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে iPhone 13 । তার আগেই বর্তমান মডেল iPhone 12-এর দাম কমল Flipkart-এ। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5ফ্লিপকার্টে iPhone 12 Mini-র 64 GB এবং 128 GB ভার্সান যথাক্রমে ৫৯,৯৯৯ টাকায় এবং, ৬৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। দুটি ভেরিয়েন্টের আগের দাম যথাক্রমে ৬৯,৯০০ টাকা এবং ৭৪,৯০০ টাকা। 256 GB ভেরিয়েন্টটি ৭৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আগে এর দাম ছিল ৮৪,৯০০ টাকা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
3/5অন্যান্য আরও দামি রেঞ্জের আইফোনেরও দামে ছাড় দেওয়া হচ্ছে। 64GB স্টোরেজ সহ iPhone 12-এর দাম ছিল ৭৯,৯০০ টাকা। এখন তার পরিবর্তে ৬৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। 128 GB ভেরিয়েন্টটি ৮৪,৯০০-র পরিবর্তে ৭১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5128 GB স্টোরেজ সহ iPhone 12 Pro ফ্লিপকার্টে ১,১৫,৯০০ টাকায় পাওয়া যাবে। 256GB ভেরিয়েন্টটি ১,২৫,৯০০ টাকায় পাওয়া যাবে। 512 GB ভেরিয়েন্টটি ১,৪৫,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
5/5তাই পুজোর আগে এমন সুযোগ ছাড়বেন না। নতুন iPhone 12 কেনার পরিকল্পনা থাকলে, এবার অর্ডার করেই ফেলুন। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)