'আইফোন কিনতে গেলে কিডনি বেচতে হবে।' অনেকেই অ্যাপেলের বিষয়ে এমন দুর্নাম করে থাকেন। তবে এখন এমন সমালোচনা করে লাভ নেই। আপনার সাধ্যের মধ্যেই পাবেন নতুন iPhone SE 3।
1/7বুধবারের অ্যাপল ইভেন্টের শো-স্টপার ছিল iPhone SE 3 লঞ্চ। ফাইল ছবি : অ্যাপেল (Apple)
2/7সর্বশেষ A15 বায়োনিক চিপসেট এবং এর 5G কানেক্টিভিটির বিষয়ে উত্সাহী অ্যাপেলপ্রেমীরা। আইফোন এসই 3-এর দাম, চিপ, ক্যামেরা, ব্যাটারির মতো ডিটেইলস রইল এই গ্যালারিতে। ফাইল ছবি : অ্যাপেল (Apple)
3/7থার্ড জেনারেশনের iPhone SE-তে থাকছে একটি 4.7-ইঞ্চি ডিসপ্লে। রয়েছে টাচ আইডি-ও। ফাইল ছবি : অ্যাপেল (Apple)
4/7আইফোনের অন্যতম আকর্ষণ তার ক্যামেরা। ফটোগ্রাফির জন্য, iPhone SE 3-তে রয়েছে একটি 12-মেগাপিক্সেল ƒ/1.8 অ্যাপারচার ওয়াইড ক্যামেরা। এতে বিভিন্ন কম্পিউটেশনাল ফটোগ্রাফি ফিচার্স, যেমন - স্মার্ট HDR 4, ফটোগ্রাফিক স্টাইল, ডিপ ফিউশন এবং পোর্ট্রেট মোড রয়েছে। ফাইল ছবি : অ্যাপেল (Apple)
5/7Apple iPhone SE 3 তিনটি রঙের ভেরিয়েন্টে পাবেন - মিডনাইট, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড। ফাইল ছবি : অ্যাপেল (Apple)
6/7Apple ব্যাটারি স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, iPhone SE 2022-তে A15 Bionic চিপসেট আছে। আর এর কারণেই আরও ভাল ব্যাটারি লাইফ থাকবে। ওয়্যারলেস চার্জিংয়ের জন্য Qi-সার্টিফায়েড চার্জারের সঙ্গে কমপ্যাটিবল এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফাইল ছবি : অ্যাপেল (Apple)
7/7iPhone SE 3-র দাম $৪২৯। ভারতে দাম হবে ৪৩,৯৯৯ টাকা। ফাইল ছবি : অ্যাপেল (Apple)