আজ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু গত ম্যাচে আমদাবাদে যা হয়েছে, তাতে আজও বৃষ্টি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। আজ কি বৃষ্টি হবে আমদাবাদে?
1/5 সপ্তাহখানেক আগে যখন আমদাবাদে এসেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), তখন বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গিয়েছিল। একটা বলও খেলা হয়নি। সেই আমদাবাদেই আজ প্রথম কোয়ালিফায়ারে নামছে কেকেআর। আজও কি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবে? বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে কী হবে? রিজার্ভ ডে'তে কি খেলা গড়াবে? (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
2/5 নিয়ম অনুযায়ী, কোনও ম্যাচ হওয়ার জন্য দুটি দলকেই ন্যূনতম পাঁচ ওভার করে খেলতে হবে। সেটা যদি না হয়, তাহলে ম্যাচ ভেস্তে যাবে। যদি বৃষ্টির জন্য প্রথম কোয়ালিফায়ার ভেস্তে যায়, তাহলে আইপিএলের গ্রুপ পর্যায়ের শেষে যে দল শীর্ষে ছিল, সেই দল সরাসরি ফাইনালে চলে যাবে। কোনও রিজার্ভ ডে না থাকায় পরদিন যে প্রথম কোয়ালিফায়ার হবে, সেটার কোনও সুযোগ নেই। আর বুধবার আমদাবাদেই আবার এলিমিনেটরের ম্যাচ আছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
3/5 সেই নিয়ম অনুযায়ী, বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে সরাসরি ফাইনালে চলে যাবে কেকেআর। যে ম্যাচটা চেন্নাইয়ে হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে একই শহরে যেতে হবে সানরাইজার্সকে। কারণ গ্রুপ পর্যায়ের শেষে শীর্ষে ছিল কেকেআর (১৪টি ম্যাচে ২০ পয়েন্ট)। আর সানরাইজার্সের ঝুলিতে ১৪টি ম্যাচের ১৭ পয়েন্ট ছিল। অর্থাৎ বৃষ্টি হলে কেকেআরের লাভ হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
4/5 যদিও কেকেআর সেটা নিশ্চিতভাবে চাইবে না। কারণ বৃষ্টির জন্য গ্রুপ লিগের শেষ দুটি ম্যাচে একটি বলও খেলতে পারেনি কেকেআর। নাইট ব্রিগেড শেষ ম্যাচ খেলেছিল সেই ১১ মে। তারপর কেকেআরের জন্য মাঠে নামাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ ফিল সল্ট চলে গিয়েছেন। কিন্তু সেই সুযোগটাই আসেনি কেকেআরের কাছে। সেই পরিস্থিতিতে কেকেআরের যে ছন্দটা তৈরি হয়েছিল, সেটা নষ্ট হয়ে যাবে কিনা, সেই আশঙ্কা তৈরি হয়েছে। (ছবি সৌজন্যে এএফপি)