IPL 2020: দেরিতে ফার্গুসনকে আনা থেকে আক্রমণাত্মক ফিল্ডিংয়ের অভাব - KKR-এর ভুল চাল কোনগুলি?
Updated: 22 Oct 2020, 10:00 AM ISTহাতে ৮৪ রানের পুঁজি। আর সেই রান রক্ষা করতে নেমে দলের সেরা বোলারের সপ্তম ওভারে নিয়ে আসলেন ইয়ন মর্গ্যান। ততক্ষণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের রাস্তা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বিরাট কোহলিদের বিরুদ্ধে একাধিক নাইটদের একাধিক চাল নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একনজরে দেখে নিন সেগুলি -
পরবর্তী ফটো গ্যালারি