আন্তর্জাতিক ক্রিকেটে বড়সড় নাম। কিন্তু আইপিএলের দুনিয়া যে বড়ই কঠিন। আর সেই দুনিয়ায় প্রবেশের ছাড়পত্র পেলেন না একাধিক তারকা ক্রিকেটার। একনজরে দেখে নিন তাঁদের তালিকা - (দেখে নিন এবারের নিলামে বিক্রিত খেলোয়াড়ের তালিকা)
1/7 অ্যারন ফিঞ্চ : কোনও দল তাঁর জন্য বিড করল না। যিনি সাদা বলে অস্ট্রেলিয়ার অধিনায়ক। (ছবি সৌজন্য আইপিএল)
2/7মার্টিন গাপ্টিল : ৫০ লাখ টাকা বেস প্রাইস ছিল। কোনও দল কিনল না। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @ICC)
3/7মার্নাস ল্যাবুশেন : এক কোটি টাকা বেস প্রাইজ ছিল। কিন্তু অস্ট্রেলিয়া তারকার জন্য ঝাঁপাল না কোনও দল। যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
4/7জেসন রয় : কোনও দল তাঁর জন্য বিড করেনি। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @JasonRoy20)
5/7হনুমা বিহারি : তাঁকে এমনিতেই টি-টোয়েন্টি দুনিয়া থেকে ব্রাত্য রাখা হয়। এবারও দল পেলেন না। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
6/7জেসন বেহরেনডর্ফ : কোনও দল পেলেন না অজি পেসার। (ফাইল ছবি, সৌজন্য টুইটার @JDorff5)
7/7অজি অধিনায়ক থেকে কিউয়ি তারকা - আইপিএলেই ব্রাত্য থেকে গেলেন এই তারকারা
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.