3/8নিলামে আছেন বাংলার ছয় ক্রিকেটার। তাঁরা হলেন বিবেক সিংহ, প্রয়াস রায়বর্মণ, আকাশ দীপ, অভিমুন্য ঈশ্বরণ, সায়ন ঘোষ ও অনুষ্টুপ মজুমদার।
4/8সব মিলিয়ে আইপিএলে ২৯২ জন ক্রিকেটার নিলামে উঠবেন। সর্বমোট ৬১জনকে নেওয়া যাবে। এর মধ্যে আরসিবি তিন বিদেশি সহ এগারোজনকে নিতে পারবে। সবচেয়ে কম স্লট আছে সানরাইজার্সের কাছে মাত্র তিনজনের। দুই বিদেশি সহ আট জনকে নিতে পারবে কলকাতা
5/8কেদার যাদব ও হরভজন সিং দুই কোটির বেস পে তে আছেন
6/8দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পান না। কিন্তু কমপক্ষে এক কোটি টাকা চাইছেন হমুমা বিহারী
7/8উমেশ যাদবও নিজের বেস প্রাইস রেখেছন এক কোটি টাকা। তাঁকে গত আইপিএলের পর ছে়ড়ে দেয় আরসিবি। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)
8/8স্টিভ স্মিথ সহ ৩৫জন অজি নিলামে নাম দিয়েছেন। ১৭জন ইংরেজ আছেন নিলামে। সাউথ আফ্রিকার ১৪জন, নিউ জিল্যান্ডের ২০ ও ওয়েস্ট ইন্ডিজের ১৯ জনের ভাগ্যপরীক্ষা হবে।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.