IPL 2021: দুর্দান্ত রঞ্জি, প্রথমবার তিনে ব্যাট, হায়দরাবাদ যোগ - বাংলার শাহবাজের বিষয়ে এই তথ্যগুলি জানেন?
Updated: 15 Apr 2021, 02:17 PM ISTবারো বল, সাত রান, তিন উইকেট - বুধবার সানরাইজার্স হায়দবাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পার্থক্য হয়ে দাঁড়িয়েছে সেই বোলিং ফিগার। সেই স্পেলের জন্য একাহাতে কার্যত বিরাট কোহলির দলকে ম্যাচ জিতিয়ে দেন বাংলার শাহবাজ নাদিম। কিন্তু ২৬ বছরের সেই অল-রাউন্ডারের বিষয়ে এই তথ্যগুলি জানেন কি?
পরবর্তী ফটো গ্যালারি