বাংলা নিউজ >
ছবিঘর > IPL 2021: আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দুর্ধর্ষ নজির কায়রন পোলার্ডের!
IPL 2021: আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দুর্ধর্ষ নজির কায়রন পোলার্ডের! Updated: 17 Apr 2021, 10:14 PM IST
Ayan Das
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেললেন মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড। একটি চার এবং তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। সেই ইনিংসের দৌলতে আইপিএলের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দুর্ধর্ষ নজির গড়লেন তিনি। কী জেনে নিন - 1/6 ক্রিস গেইল - ১৩৪ ম্যাচে (১৩৩ ইনিংস) হাঁকিয়েছেন ৩৫১ টি ছক্কা। (ছবি সৌজন্য আইপিএল)2/6 এবি ডি'লিয়ার্স - ১৭১ ম্যাচে (১৫৮ ইনিংস) হাঁকিয়েছেন ২৩৭ টি ছক্কা। (ছবি সৌজন্য আইপিএল)3/6 রোহিত শর্মা - ২০৩ ম্যাচে (১৯৮ ইনিংস) হাঁকিয়েছেন ২১৭ টি ছক্কা। (ছবি সৌজন্য আইপিএল)4/6 মহেন্দ্র সিং ধোনি - ২০৬ ম্যাচে (১৮৩ ইনিংস) হাঁকিয়েছেন ২১৬ টি ছক্কা। (ছবি সৌজন্য আইপিএল)5/6 কায়রন পোলার্ড - ১৬৭ ম্যাচে (১৫০ ইনিংস) হাঁকিয়েছেন ২০১ টি ছক্কা। (ছবি সৌজন্য আইপিএল)6/6 বিরাট কোহলি - ১৯৪ ম্যাচে (১৮৬ ইনিংস) হাঁকিয়েছেন ২০১ টি ছক্কা। (ছবি সৌজন্য পিটিআই)পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে অন্য গ্যালারিগুলি