ইনিংসের ১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে ও আব্দুল সামাদের উইকেট তুলে নেন তরুণ অল-রাউন্ডার।
1/6হায়দরাবাদের বিরুদ্ধে একসময় আরসিবির হার নিশ্চিত দেখাচ্ছিল। সেখান থেকে শাহবাজ আহমেদের ১ ওভারে ৩ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে ও আব্দুল সামাদের উইকেট তুলে নেন তিনি। আরসিবি ম্যাচ জেতে শেষমেশ। ২ ওভারে মাত্র ৭ রানের বিনিময়ে ৩ উইকেট দল করেন বাংলার বাঁ-হাতি অল-রাউন্ডার।
2/6২০১৮-র সেপ্টেম্বরে বাংলার হয়ে লিস্ট-এ ক্রিকেটে হাতেখড়ি হয় শাহবাজের। সেবছরই ডিসেম্বরে বাংলার হয়ে প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন। ২০১৯-এর ফেব্রুয়ারিতে বাংলার হয়ে প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামেন ২৬ বছর বসয়ী অল-রাউন্ডার।
3/6১৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫৫৯ রান করেছেন এবং উইকেট নিয়েছেন ৩৭টি।
5/6এই ম্যাচের আগে ২৪টি টি-২০ ম্যাচে ১৮১ রান করেছেন। উইকেট নিয়েছেন ২১টি।
6/6রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে হ্যাটট্রিক রয়েছে শাহবাজের। ২০২০ আইপিএলের আগে নিলাম থেকে আরসিবি দলে নেয় তাঁকে। গতবছর ২টি ম্যাচে ২টি উইকেট নেন। এবছর ২টি ম্যাচে নিলেন ৩ উইকেট। টি-২০ কেরিয়ারে এটাই তাঁর সেরা বোলিং।