চেন্নাই সুপার কিংস ৮ ম্যাচ খেলে ফেলল। জিতেছে মাত্র ২টিতে। তাদের পয়েন্ট ৪। সোমবার পঞ্জাব কিংসের কাছেও তারা ১১ রানে হেরেছে। তাদের এ ভাবে টানা ব্যর্থতার কারণ কী? তারা কি আদৌ প্লে-অফে পৌঁছতে পারবে? অঙ্কটা খুব জটিল।
1/5অঙ্কের হিসেবে এখনও চেন্নাই সুপার কিংসের প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে সেই অঙ্কটা খুবই জটিল।
2/5তাদের বাকি ৬টি ম্যাচে যেমন জিততে হবে, তেমনই অন্য দলগুলোকে পয়েন্ট নষ্ট করতে হবে। অর্থাৎ শুধু নিজেরা জিতলেই হবে না, অন্য দলের ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে।
3/5চেন্নাই সুপার কিংস এ বার একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারছে না। দলের আত্মবিশ্বাসটাই যেন হারিয়ে গিয়েছে।
4/5বোলাররা ব্যর্থ হচ্ছে। তাদের বিপক্ষে বড় রানের স্কোর করছে প্রায় সব দলই। ফিল্ডিং-ও অত্যন্ত খারাপ হচ্ছে। ক্যাচ ফেলা, মিসফিল্ড করা লেগেই রয়েছে।
5/5আর ব্যাটারদের বেহাল দশা। টপ অর্ডার ব্যর্থ হচ্ছে, ওপেনিং জুটি ব্যর্থ। কোনও কোনও প্লেয়ার মাঝে মাঝে জ্বলে উঠছে। তবে এতটুকু ধারাবাহিকতা দেখাতে পারছে না সিএসকে-র কেউই।