আইপিএলের প্রথম ৮ ম্যাচেই টানা হেরে বসে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে এমনটা কোনও দলই করেনি। টুর্নামেন্টের প্রথম থেকে টানা ৮ ম্যাচে হারের নজির গড়ল মুম্বই। এর আগে শুরু থেকে টানা ৬ ম্যাচে হারের নজির ছিল। তবে একটানা ১১টি আইপিএল ম্যাচ হারের রেকর্ড রয়েছে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও দিল্লি ডেয়ারডেভিলসের।
1/5মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটাররাই চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন। যে কারণে ব্যাটিং লাইন আপে চাপে পড়ছে। প্রথমে ব্যাট করে যেমন তারা বড় স্কোর গড়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারছে না, তেমনই তারা পরে ব্যাট করে রান তাড়া করে জিতে উঠতে পারছে না। সে বড়, ছোট যা-ই স্কোর লক্ষ্য থাকুক না কেন!
2/5ফিল্ডিংয়ের ক্ষেত্রেও চূড়ান্ত মিসফিল্ড হচ্ছে। কখনও ক্যাচ পড়ছে, কখনও রান বাঁচাতে পারছেন না ফিল্ডাররা। সব মিলিয়ে গোটা টিমের উপরে যেন ব্যর্থতার ভারি বোঝা চেপে গিয়েছে।
3/5মিডল অর্ডারে তিলক বর্মা কিছুটা খেলার চেষ্টা করছেন। বাকিরা কিন্তু সে ভাবে খেলতে পারছেন না। কায়রন পোলার্ডও আশানুরূপ ফল করতে পরাছেন না। লোয়ার অর্ডারের অবস্থাও তথৈবচ। মোদ্দা কথা টিমটার মধ্যে চূড়ান্ত ধারাবাহিকতা অভাব রয়েছে।
4/5শুধু ব্যাটিং-ই, বোলাররাও আশানুরূপ ফল করতে পারছে না। বোলিং বিভাগ বেশ দুর্বল। এমন কী প্রথমে ব্যাট করে মুম্বই ১৭৭ রানের ইনিংস খেলেও জিততে পারেনি।
5/5মুম্বইের টিমটাই এ বার ছন্নছাড়া, খাপছাড়া গোছের। ঠিক মকো গোছাতেই পারেনি তারা। জোফ্রা আর্চারকে কিনে একটি জায়গা নষ্ট করা হয়েছে। অথচ জসপ্রীত বুমরাহকে সাপোর্ট করার মতো কোনও বোলার নেই। ভালো স্পিনার নেই দলে। সব মিলিয়েই আইপিএলের ৬ ম্যাচ বাকি থাকতেই মুম্বইয়ের প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ।