বাংলা নিউজ > ছবিঘর > CSK Vs DC: করোনা থাবায় ‘ঘরবন্দি’ পন্তরা, CSK-র বিরুদ্ধে আজ DC মাঠে না নামতে পারলে কী হবে?

CSK Vs DC: করোনা থাবায় ‘ঘরবন্দি’ পন্তরা, CSK-র বিরুদ্ধে আজ DC মাঠে না নামতে পারলে কী হবে?

CSK Vs DC: করোনা পিছু ছাড়ছে না দিল্লি ক্যাপিটালসের। এর আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচের আগে একই ভাবে করোনা থাবায় জর্জরিত হয়ে ঘরবন্দি হতে হয়েছিল ঋষভ পন্তদের। তবে এবার ম্যাচের দিন জানা গেল যে দিল্লির একজন করোনা আক্রান্ত। এই আবহে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি আজকে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপারকিংসের ম্যাচ না হয়, তাহলে কী হবে?