CSK Vs DC: করোনা পিছু ছাড়ছে না দিল্লি ক্যাপিটালসের। এর আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি ম্যাচের আগে একই ভাবে করোনা থাবায় জর্জরিত হয়ে ঘরবন্দি হতে হয়েছিল ঋষভ পন্তদের। তবে এবার ম্যাচের দিন জানা গেল যে দিল্লির একজন করোনা আক্রান্ত। এই আবহে ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি আজকে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপারকিংসের ম্যাচ না হয়, তাহলে কী হবে?
1/6চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আগে আজ বেলার দিকে জানা যায় যে দিল্লি ক্যাপিটালসের এক নেট বোলার করোনা আক্রান্ত হয়েছেন। এর আগেও দুই আন্তর্জাতিক ক্রিকেটার সহ দিল্লি শিবিরের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই করোনা আতঙ্ক ফের একবার ফিরে এল দিল্লি শিবিরে। (ANI)
2/6কোভিড আক্রান্ত খেলোয়াড়ের সঙ্গে আরও একজন বোলার থাকতেন একই ঘরে। এই আবহে আইপিএল নিয়ম অনুযায়ী সব খেলোয়ার এবং স্টাফের করোনা পরীক্ষা করানো হবে। এদিকে করোনা আক্রান্ত নেট বোলার এবং তাঁর রুমমেটকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে করোনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত দিল্লির বাকি ক্রিকেটার এবং সদস্যদেরও নিজেদের ঘরেই থাকতে হবে। (ANI)
3/6আজকে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সিএসকে-র বিরুদ্ধে নামার কথা দিল্লির। বর্তমানে দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এই আবহে আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল দিল্লির জন্য। (ANI)
4/6যদি কোভিডের জেরে দিল্লি যদি মাঠে দল না নামাতে পারে, তাহলে কী হবে? বিসিসিআই-এর নিয়ম বলছে, সংশ্লিষ্ট খেলাটি পিছিয়ে দেওয়া হবে। (ANI)
5/6তবে যদি খেলা পিছিয়ে দেওয়া না যায়, সেক্ষেত্রে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই-এর গঠিত আইপিএল টেকনিকাল কমিটি। এর আগে কোভিডের জেরে ২০২১ সালে মাঝ পথে আইপিএল বন্ধ করে পরে তা সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হয়েছিল। (ANI)
6/6এর আগে টিম সাইফার্ট, অজি অলরাউন্ডার মিচেল মার্চ, দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট সহ আরও অনেকে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে সেই ধাক্কা সামলে উঠতে পেরেছিল দিল্লি। তবে প্রতিযোগিতার ‘বিজনেস এন্ড’-এ এই ধরনের ঘটনা দলের উপর কতটা প্রভাব ফেলে, এখন তাই দেখার। (ANI)