1/8আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলেছে পঞ্চদশ আইপিএল। সংবাদসংস্থা এএনআইকে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
2/8এএনআইকে তিনি বলেছেন, ‘মার্চের শেষ সপ্তাহ থেকে পঞ্চদশ আইপিএল শুরু হবে। চলবে মে'র শেষ পর্যন্ত।’ (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
3/8তবে কোথায় আইপিএল হবে, তা স্পষ্টভাবে জানাননি বোর্ড সচিব। তিনি বলেন, ‘অধিকাংশ দলের মালিকই ভারতে টুর্নামেন্টে আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছেন।’ (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
4/8শনিবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকদের সঙ্গে বৈঠক হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। সেখানেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই বৈঠকের পর শাহ জানান, ভারতেই আইপিএলে আয়োজনের পক্ষে আছে বিসিসিআই। তিনি বলেন, 'আমি আশ্বস্ত করতে পারি যে আইপিএল ভারতে করার জন্য চেষ্টার কোনও খামতি রাখবে না ভারতীয় বোর্ড।' (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
5/8শাহ: অতীতে কখনও ভারতীয় বোর্ড কোনও পক্ষের স্বাস্থ্য এবং সুরক্ষার সঙ্গে আপস করেনি। করোনাভাইরাস নয়া ভ্যারিয়েন্ট দাপট থাকায় প্ল্যান বি নিয়েও পরিকল্পনা চালিয়ে যাওয়া যাবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
6/8শাহ: ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম হবে। তার আগে আমরা ভেন্যু চূড়ান্ত করে ফেলব। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
7/8শাহের মন্তব্যের আগে বোর্ডের সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, দর্শক ছাড়াই মুম্বইয়ে আইপিএল হতে চলেছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ হতে পারে। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)
8/8ওই সূত্রকে উদ্ধৃত করে এএনআই বলেছে, ‘ভারতে হবে ২০২২ সালের আইপিএল। কোনও দর্শক ছাড়াই আইপিএল হবে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজন হলে আমরা পুণে নিয়েও ভাবনাচিন্তা করতে পারি।’ (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল)