ক্রিকেট ম্যাচে একটা সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। কখ...
more
ক্রিকেট ম্যাচে একটা সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ। কখনও ম্যাচ জিতিয়ে দেয়, আবার একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে ম্যাচ হেরেও যেতে হয়। ফলে আইপিএলের মতো টুর্নামেন্ট দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্জাব কিংসের তরুণ উইকেটরক্ষক জিতেশ শর্মা সেটাই করে দেখিয়েছেন। আর তার জেরেই সাজঘরে ফিরতে হয়েছে ধোনিকে।
1/7রবিবার পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে জিতেশ শর্মার একটি সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রং। জানেন কে এই জিতেশ শর্মা?
2/7মহারাষ্ট্রের অমরাবতীতে জন্ম জিতেশের। জিতেশ শর্মাকে এ বারের নিলামে পঞ্জাব কিংস ২০ লাখে দলে নেয়। এর আগে ২০১৬ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন। কিন্তু সুযোগ পাননি। ২০১৮ সালে তাঁকে ছেড়ে দেয়। টি-২০ ক্রিকেটে জিতেশ ৫৪ ম্যাচে ২৮.২৭ গড়ে এবং ১৪১.৮৩ স্ট্রাইক রেটে ১৩২৯ রান করেছেন। তাঁর আটটি অর্ধশতরান ও একটি শতরান ইনিংস রয়েছে।
3/7রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাবের জার্সিতে অভিষেক হয় জিতেশের। আর অভিষেক ম্যাচেই নজর কাড়েন তিনিআইপিএল অভিষেকে ব্যাট হাতে ২৬ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ১৫২.৯৪। তাঁর ইনিংসে ছিল তিনটে ছয়। রবিন উথাপ্পার হাতে ডোয়াইন প্রিটোরিয়াসের বলে আউট হন তিনি। ব্যাট হাতে সেভাবে প্রভাব না ফেললেও তাঁর একটি সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলেছে ম্যাচে। বা বলা ভালো দলের জয় নিশ্চিত করেছে।।
4/7রবিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমেছিল চেন্নাই। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে চেন্নাই চাপে পড়ে গিয়েছিল। সিএসকে-র একমাত্র ভরসা ছিলেন ধোনি। আর পঞ্জাবের চিন্তার কারণ।
5/7চেন্নাই ব্যাট করার সময়ে ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে, ধোনি রাহুল চাহারকে চার মারতে চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা করতে পারেননি। যার পরে বল সোজা উইকেটকিপারের হাতে চলে যায়। সেই বলেই গ্রাউন্ড আম্পায়ার ওয়াইড বলের সিদ্ধান্ত দেন।
6/7যদিও পঞ্জাব কিংসের তরুণ উইকেটকিপার জিতেশ শর্মা বল ধরার সঙ্গে সঙ্গে দেরি না করে রিভিউ নেওয়ার দাবি জানান। জিতেশের আত্মবিশ্বাস দেখে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালও দেরি না করে ডিআরএস নেন।
7/7এর পর রিভিউতে স্পষ্ট হয়ে যায় চাহারের বল ধোনির ব্যাটে লেগে উইকেটরক্ষকের তালুবন্দি হয়েছে। যার জেরে গ্রাউন্ড আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত বদলাতে হয়েছিল, এবং চেন্নাইয়ের শেষ ভরসা মহেন্দ্র সিং ধোনিকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। সেই সঙ্গে চেন্নাইয়ের হাত থেকে ম্যাচও বের হয়ে গিয়েছিল।