কেউ বল হাতে, আবার কেউ ব্যাট হাত লড়াই করেছেন। সিনিয়র, নামী-দামী প্লেয়ারদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন একাধিক তরুণ। লড়াই করে চলেছেন তাঁরা। তার মধ্যে ইতিমধ্যেই নজর কেড়েছেন বেশ কয়েক জন। যাঁরা নজর কাড়লেন, দেখে নিন তাদের তালিকা।
1/6শ্রীনগরের ২২ বছরের উমরান মালিক এই বছর সবচেয়ে বেশি মজর কেড়েছেনষ ১৪৯, ১৫০, ১৫১- তাঁর গতিতে বিপাকে ফেলছেন বিপক্ষ বযাটরদের। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দাবি করছেন, তিনি ভারতীয় দলে সুযোগ পাবেনই। ৭ ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। তাঁর ইকোনমি রেট ৮.২৩। ২৩ রানে ৪ উইকেট এ বার আইপিএলে তাঁর সেরা পারফরম্যান্স। ছবি: এএনআই
2/6ডেওয়াল্ড ব্রেভিস, যিনি ‘বেবি এবি’ নামে পরিচিত, নজর কেড়েছেন তিনিও। কেন তাঁকে বেবি এবি বলা হয়, প্রমাণ করে চলেছেন ১৮ বছরের প্রোটিয়া অলরাউন্ডার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তাঁর বিধ্বংসী মেজাজে জন্য ইতিমধ্যে নজর কেড়েছেন। এমন খেলতে থাকলে দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলেও জায়গা করে নেবেন শীঘ্রই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নজর কড়েছিলেন। আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছেন। ৫ ম্যাচ খেলে ১২১ করেছেন তিনিষ সর্বোচ্চ ২১। স্ট্রাইকরেট ১৬১.৩৩। ছবি: এএআই
3/6লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলে নজর কেড়েছেন আয়ুশ বাদোনি। ৭ ম্যাচে এখনও পর্যন্ত ১২০ রান করেছেন। সর্বোচ্চ ৫৪। স্ট্রাইকরেট ১৪১.১৭। ছবি: পিটিআই
4/6দল ভালো পারফরম্যান্স না করলেও তিলক বর্মা কিন্তু লড়াই করে চলেছেন। আইপিএলের তরুণদের মধ্যে অন্যতম সেরা তিলক। ৭ ম্যাচ খেলে ২৩৪ করে ফেলেছেন তিনি। সর্বোচ্চ ৬১। স্টাইকরেট ১৪০.১১। ছবি: বিসিসিআই
5/6পঞ্জাব কিংসের জিতেশ শর্মাও ইতিমধ্যে নজর কেড়েছেন। ৫ ম্যাচে ১২২ রান করে ফেলেছেন তিনি। স্ট্রাইকরেট ১৬৪.৮৬। ছবি: পিটিআই
6/6মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন মুকেশ চৌধরী। মুম্বই ইন্ডিয়ান্সকে গুড়িয়ে দিয়ে চেন্নাই সুপার কিংসের হিরো এখন মুকেশ। ৬ ম্যাচে ৭ উইকেট নিয়ে ফেলেছেন মুকেশ। ছবি: বিসিসিআই