নিলামের পর ক্রিকেট পণ্ডিতরা গুজরাট টাইটানসকে ধারেভারে কিছুটা পিছিয়েই রেখেছিল। কিন্তু সেই টিমই সকলকে টেক্কা দিয়ে ২০২২ আইপিএল চ্যাম্পিয়ন। টিম গেম আর ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেই এই সাফল্য। লিগ পর্ব থেকেই ধারাবাহিক ভাবে ভালো খেলেছে টাইটানস। ফ্লুকে তারা ট্রফি জেতেনি। টাইটানসের সাফল্যের কারণ কী?
1/11প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৫ উইকেটে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দেয়। তৃতীয় ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারায়। চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হেরে যায়। ছবি: পিটিআই
2/11পঞ্চম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে দেয়। ষষ্ঠ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ উইকেটে জয় তুলে নেয়। সপ্তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৮ রানে পরাজিত করে। অষ্টম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে দেয়। ছবি: পিটিআই
3/11নবম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে বিধ্বস্ত করে। দশম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৮ উইকেটে হেরে যায়। একাদশতম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ রানে হার মানে। দ্বাদশ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬২ রানে হারিয়ে দেয়। ছবি: এএনআই
4/11ত্রয়োদশ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে পরাজিত করে। লিগে তাদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে অবশ্য ৮ উইকেটে হার মানে। তবে ১৪ ম্যাচের মধ্যে তারা ১০টিতে জিতে ২০ পয়েন্ট সংগ্রহ করে। সেই সঙ্গে লিগ শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছায়। ছবি: পিটিআই
5/11ফার্স্টবয়ের মতোই কিন্তু প্লে-এফে খেলে তারা। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২২-এর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটান। সেই সঙ্গে সরাসরি ফাইনালে পৌঁছে যায় টাইটানস। ছবি: এএনআই
6/11মজার বিষয় হল, ফাইনালেও কোয়ালিফায়ার ওয়ানেরই যেন পুনরাবৃত্তি ঘটে। সেই রাজস্থান আর টাইটানস মুখোমুখি হয়। সেই ম্যাচে রাজস্থানকে সেই ৭ উইকেটেই হারায় গুজট টাইটানস। ১১ বল বাকি থাকতে। ছবি: পিটিআই
7/11আইপিএলের নতুন দল। প্রথমবার টুর্নামেন্টে অংশ নিয়েই চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। তাও আবার এমন একজনের নেতৃত্বে, যিনি এর আগে আইপিএলে তো নয়ই, সেই অর্থে বড় মঞ্চে কখনও ক্যাপ্টেন্সিই করেননি। ছবি: পিটিআই
8/11দলের হেড কোচও এমন একজন, যিনি আগে কোনও দলের হেড স্যারের ভূমিক পালন করেননি। সব দিক দিয়েই এমন নতুন একটি দল ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নতুন ইতিহাস গড়ে ফেলল। এই সাফল্যের অন্যতম কারিগর হার্দিক পাণ্ডিয়া। ছবি: পিটিআই
9/11এই বছর টাইটানস এমন একটি টিম, যারা শুরু থেকে ধারাবাহিক ভাবে ভালো খেলেছে। তার মধ্যে অধিনায়ক হার্দিকের চোট নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু আইপিএলে যত গড়িয়েছে, তত হার্দিক নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছে। ফাইনালে তো তিনিই রাজা। ছবি: পিটিআই
10/11এর বাইরেও পুরো দলই একটি টিম হিসেবে খেলেছে। আর সেই সঙ্গে বিভিন্ন বড় দলের উপেক্ষিত প্লেয়াররা টাইটানসে নিজেদের প্রমাণ করার জন্য যোগ দিয়েছিল। নিজেদের প্রমাণ করার তাগিদ ছিল সকলের মধ্যে। আর সেটাই টাইটানসকে সাফল্য দিতে সাহায্য করেছে। ছবি: এএনআই
11/11ডেভিড মিলারের পারফরম্যান্সও টিমকে জেতাতে বড় ভূমিকা নিয়েছে। রশিদ খানও দুরন্ত পারফরম্যান্স করেছে। তবে টাইটানসের জেতার একটা বড় কারণ হল, তাদের উপর আলাদা করে কোনও প্রত্যাশার চাপ ছিল না। তারা হাল্কা মেজাজে খেলতে পেরেছে। ছবি: পিটিআই