অরেঞ্জ ক্যাপ দখলের লড়াই জমে উঠেছে। তবে জোস বাটলার কিন্তু এক নম্বর জায়গাটির দখল শুরু থেকেই ধরে রেখেছেন। তবে বাকি জায়গাগুলির অনেকটাই রদবদল ঘটেছে। রবিবার ডাবল হেডারের ম্যাচের পর কমলা টুপির তালিকাটিও পাল্টেছে। জেনে নিন অরেঞ্জ ক্যাপ জয়ের প্রথম পাঁচটি স্থানের দখল কারা রেখেছেন:
1/5চলতি আইপিএলে কমলা টুপি কার্যত শুরু থেকেই নিজের দখলে রেখেছেন রাজস্থান রয়্যালসের জোস বাটলার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বাকিদের থেকে ব্যবধান অনেকটাই বাড়িয়ে রেখেছেন ব্রিটিশ তারকা। আপাতত ৯ ম্যাচে ৫৬৬ রান করে এক নম্বরে রয়েছেন বাটলার। সর্বোচ্চ ১১৬। ছবি: পিটিআই
2/5আপাতত দ্বিতীয় স্থান ধরে রেখেছেন কেএল রাহুল। তবে বাটলারের চেয়ে তিনি অনেকটাই পিছিয়ে রয়েছেন। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিবার ৭৭ রান করায় এখন ১০ ম্যাচ খেলে রাহুলের মোট রান ৪৫১। সর্বোচ্চ অপরাজিত ১০৩। ছবি: পিটিআই
3/5সানরাইজার্স হায়দরাবাদের ২১ বছরের অভিষেক শর্মা আবার হার্দিক পাণ্ডিয়া, তিলক বর্মাদের ছাপিয়ে তিনে উঠে এসেছেন। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৯ রান করার সুবাদে ৯ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ৩২৪ রান। সর্বোচ্চ ৭৫। ছবি: পিটিআই
5/5আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। এই বছর দল খারাপ পারফরম্যান্স করলেও, তিলক কিন্তু নজর কেড়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯ ম্যাচে ৩০৭ রান। সর্বোচ্চ ৬১। ছবি: পিটিআই