বাংলা নিউজ >
ছবিঘর >
IPL 2022: আবারও ব্যাট হাতে ব্যর্থ বাটলার, জোসকে কি ‘কমলা টুপি’র দৌড়ে টপকাতে পারবেন রাহুল?
IPL 2022: আবারও ব্যাট হাতে ব্যর্থ বাটলার, জোসকে কি ‘কমলা টুপি’র দৌড়ে টপকাতে পারবেন রাহুল?
Updated: 21 May 2022, 11:57 AM IST
লেখক Rishav Roy
আইপিএলের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ। প্লে-অফে কারা পৌঁছবেন মোটামুটি নির্ধারিত হয়ে গিয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এসে জমে গিয়েছে ‘অরেঞ্জ ক্যাপ’ বা ‘কমলা টুপি’র। এই তালিকায় এখনও অবধি জোস বাটলারই শীর্ষস্থান ধরে রাখলেও, তাঁর গদি টলমল। দেখে নিন ‘কমলা টুপি’র দৌড়ে শীর্ষের পাঁচ ব্যাটারদের।
1/5আইপিএলের শুরুটা একেবারে দাপুটে মেজাজে করেছিলেন জোস বাটলার। পরের পর শতরান, অর্ধশতরানে এক সময় মনে হচ্ছিল তিনি সকলের ধরাছোয়ার বাইরে। তবে হালে রাজস্থান রয়্যালস ভাল খেললেও, পড়েছে জোসের ফর্ম। শেষ তিন ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে ৭, ২, ২। এর ফলে ৬২৯ রান করে আপাতত কমলা টুপির দৌড়ে শীর্ষ থাকলেও জোসের শীর্ষস্থান কিন্তু নিশ্চিত নয়। (PTI)
2/5গত মরশুমে একেবারে ফাইনাল ম্যাচে কমলা টুপির দৌড়ে শীর্ষস্থান খোয়াতে হয়েছিল লোকেশ রাহুলকে। এবারেও তিনি দৌড়ে রয়েছেন। ধারাবাহিকতার অপর নাম, রাহুল ৫৩৭ রান করে আপাতত কমলা টুপির দৌড়ে দুইয়ে আছেন। তবে তাঁর যা ফর্ম, তাতে কিন্তু তিনি বাটলারকে টপকে যেতেই পারেন। (PTI)
3/5রাহুলের পরেই তালিকায় তিন নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের তাঁর ওপেনিং পার্টনার কুইন্টন ডি'কক। কেকেআরেরে বিরুদ্ধে গত ম্যাচে অপরাজিত ১৪০ রানের সুবাদে তিনি তিন নম্বরে উঠে এসেছে। আপাতত তাঁর সংগ্রহ ৫০২ রান। (PTI)
4/5ডি'ককের পরে তালিকায় চার নম্বরে রয়েছেন আরেক প্রোটিয়া তারকা ফ্যাফ ডু'প্লেসি। গত বছর তিনি অল্পের জন্য় কমলা টুপির দৌড়ে দ্বিতীয় হয়েছিলেন। এ বছর ৪৪৩ রান করে তালিকায় চতুর্থ স্থানে থাকলেও তাঁর কমলা টুপির তালিকায় শীর্ষে শেষ করার সম্ভাবনা কম। (PTI)
5/5৫০-র ওপর গড়, ১৫০-র অধিক স্ট্রাইক রেট, গত মরশুমে ফ্লপ হওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদ দল থেকে ছেঁটে ফেলার পর দিল্লিতে যোগ দিয়ে আবার স্বমহিমায় ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ৪২৭ রান করে তালিকায় তিনি পাঁচ নম্বরে রয়েছেন। অবশ্য বাকি সকলের থেকে তিনি কম ম্যাচ খেলেছেন। শুরু থেকে আইপিএলে খেলতে পারলে হয়তো এই তালিকায় আরেকটু আগেই থাকতেন অজি তারকা। (PTI)