বাংলা নিউজ > ছবিঘর > IPL 2022: প্রথম ব্রিটিশ প্লেয়ার হিসেবে Orange Cap জিতলেন বাটলার, RR-এর হয়েও নজির

IPL 2022: প্রথম ব্রিটিশ প্লেয়ার হিসেবে Orange Cap জিতলেন বাটলার, RR-এর হয়েও নজির

আইপিএলের তৃতীয় প্লেয়ার হিসেবে বাটলার মোট ৮০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। বাটলারের সংগ্রহ এখন ১৬ ম্যাচে ৮২৪ রান। ফাইনাল এখনও বাকি। তবে তাঁর ধারেকাছে আর কেউ অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে নেই। হার্দিক পাণ্ডিয়া ছয়ে থাকলেও বাটলারকে ধরা তাঁর পক্ষে কোনও ভাবেই সম্ভব নয়।