মেগা সানডে-তে চোখ ছিল রয়্যালসের ব্রিটিশ ওপেনার জস বাটলারের দিকে। কারণ একাধিক রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়ার দোরগোড়ায় ছিলেন তিনি। প্রত্যাশা মতোই বাটলারের ব্যাটে ভেঙে চুরমার হয়ে গেল একাধিক আইপিএল রেকর্ড। তবে আইপিএল ফাইনালে ৩৫ বলে মাত্র ৩৯ রান করে নিরাশই করলেন তিনি। সেই সঙ্গে জিতলেন একাধিক পুরস্কার।
1/7জোস বাটলার ১৭ ইনিংসে ৮৬৩ রান করেন। এ ছাড়াও কোহলির মতো এক মরশুমে চারটি সেঞ্চুরি সহ রাজস্থানকে ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন ব্রিটিশ তারকা। যদিও শেষ রক্ষা হয়নি। তবে বাটলার কিন্তু অনেকগুলি পুরস্কার জিতে ধনী ব্যক্তি। ছবি: পিটিআই
2/7এ বারের আইপিএলে সব থেকে বেশি ৮৬৩ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন বাটলার। যার জন্য পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা জিতেছেন তিনি। ছবি: পিটিআই
3/7এ বারের আইপিএলের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাটলার। তাই পুরস্কার বাবদ পেয়েছেন আরও ১০ লক্ষ টাকা। ছবি: এএনআই
4/7এ বারের আইপিএলে সব থেকে বেশি ৪৫টি ছক্কা মেরেছেন বাটলার। তার জন্যও পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। ছবি: পিটিআই
5/7এ বারের আইপিএলে ছক্কার পাশাপাশি সব থেকে বেশি ৮৩টি চার মেরেছেন বাটলার। তার জন্য পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। ছবি: পিটিআই
6/7পাওয়ার প্লে-কে সব থেকে ভাল ব্যবহার করেছেন বাটলার। পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রান করার জন্য পয়েন্টের নিরিখে সেরা পাওয়ার প্লেয়ার হয়েছেন। পেয়েছেন ১০ লক্ষ টাকা। ছবি: পিটিআই
7/7এ বারের আইপিএলের সব থেকে কার্যকরী ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন বাটলার। সেই কারণে পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। ছবি: পিটিআই