আইপিএলের ইতিহাসে ব্রেবোর্ন স্টেডিয়ামে এখনও জয় অধরা থাকল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচেই হারল। তবে কেকেআরের জন্য স্বস্তির বিষয়, এবারের আইপিএলে আর ‘অভিশপ্ত’ ব্রেবোর্নে খেলতে হবে না।
1/6দুর্দান্ত লড়াই করেও মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামের 'অভিশাপ' কাটল না কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। আইপিএলের ইতিহাসে ব্রেবোর্নে পাঁচটি ম্যাচে খেলেছে কেকেআর। সব ম্যাচেই হেরেছে। (ছবি সৌজন্যে আইপিএল)
2/6সোমবার প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলেছিল। দুর্দান্ত শুরু করেও শেষমুহূর্তে খেই হারিয়ে ফেলে কলকাতা। পরপর উইকেট হারিয়ে সাত রানে হেরে যায় কেকেআর। (ছবি সৌজন্যে আইপিএল)
3/6মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স: ২০১০ সালের ২২ মার্চ প্রথমবার ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলেছিল কেকেআর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৫৫ রান তুলেছিল। সর্বোচ্চ ৭৫ রান করেছিলেন ক্রিস গেইল। ৩৪ বলে মাত্র ৩১ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জবাবে সচিন তেন্ডুলকরের ৪৮ বলে অপরাজিত ৭১ রানের সুবাদে ন'বল বাকি থাকতে সাত উইকেটে জিতে যায় মুম্বই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আইপিএল)
4/6রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স: প্রথমে ব্যাট করে ছ'উইকেটে ১৯৯ রান তুলেছিল রাজস্থান। ৫৯ বলে ১০৪ রান করেছিলেন শেন ওয়াটসন। জবাবে ১৯০ রানে থেমে গিয়েছিল কেকেআর। হেরে গিয়েছিল ন'রানে। সেই ম্যাচে রাজস্থানের হয়ে খেলেছিলেন সঞ্জু স্যামসন। এখন তিনিই রাজস্থানের অধিনায়ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স: এবারের আইপিএলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হরিয়ে ২১৫ রান তোলে দিল্লি। জবাবে মাত্র ১৭১ রানেই অলআউট হয়ে যায় কেকেআর। ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। চার ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নেন। (ছবি সৌজন্যে পিটিআই)
6/6সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স: গত শুক্রবার ব্রেবোর্নে সানরাইজার্সের বিরুদ্ধেও হেরে গিয়েছে কেকেআর। প্রথমে ব্যাট করে ১৭৫ রান তুলেছিল। জবাবে ১৩ বলে বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেন কেন উইলিয়ামসনরা। (ছবি সৌজন্যে পিটিআই)