অরেঞ্জ ক্যাপ দখলের লড়াই জমে উঠেছে। যদিও জোস বাটলার কিন্তু এক নম্বর জায়গাটির দখল শুরু থেকেই ধরে রেখেছেন। ৬০০-এর উপর রান হয়ে গিয়েছে তাঁর। তিনি আপাতত সকলের চেয়ে অনেকটা এগিয়ে। তবে বাকি জায়গাগুলির নিয়মিত রদবদল ঘটছে। জেনে নিন অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে প্রথম পাঁচটি স্থানের দখল কারা রেখেছেন:
1/5অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন জোস বাটলার। তবে তিনি ৬০০-র উপর মোট রান করে আপাতত সকলের ধরাছোঁয়ার বাইরে। পঞ্জাবের বিরুদ্ধে ১৬ বলে ৩০ রান করেন বাটলার। যার ফলে তাঁর মোট সংগ্রহ এখন ১১ ম্যাচে ৬১৮ রান। সর্বোচ্চ ১১৬। ছবি: পিটিআই
2/5কেএল রাহুল আবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের খাতাই খুলতে পারেননি। তিনি কোনও বল না খেলেই রান-আউট হয়ে যান। সেই কারণে তাঁর খাতায় রান যোগ না হওয়ার পরেও দুই নম্বর স্থান ধরে রাখলেও, বাটলার সঙ্গে ব্যবধান আরও বেড়ে গিয়েছে। ১১ ম্যাচে তাঁর মোট রান ৪৫১। সর্বোচ্চ অপরাজিত ১০৩। ছবি: আইপিএল টুইটার
3/5রাজস্থানের বিরুদ্ধে শিখর ধাওয়ান মাত্র ১২ রান করেন। তবে তিন নম্বর জায়গা তাঁকে এর জন্য হারাতে হয়নি। ১১ ম্যাচে ৩৮১ করেছেন তিনি। বাটলার তো বটেই, রাহুলের থেকেও অনেকটাই পিছিয়ে তিনে থাকা শিখর ধাওয়ান। সর্বোচ্চ রান অপরাজিত ৮৮। ছবি: পিটিআই
4/5ওয়ার্নার এই তালিকায় চারে রয়েছেন। ৮ ম্যাচ খেলে তিনি ৩৫৬ করে ফেলেছেন। সর্বোচ্চ অপরাজিত ৯২। ছবি: এএনআই
5/5কেকেআর-এর বিরুদ্ধে ৫০ রান করে অরেঞ্জ ক্যাপের তালিকায় পাঁচে উঠে এসেছেন কুইন্টন ডি'কক। ছয়ে নেমে গিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ১১ ম্যাচে ডি'ককের সংগ্রহ ৩৪৪ রান। সর্বোচ্চ ৮০। ছবি: পিটিআই