প্লে-অফে জায়গা হয়নি। তার মানে এই নয় যে, পঞ্জাব কিংসের আইপিএল মরশুমে সব কিছুই নেতিবাচক ছিল। বরং বেশ কিছু ইতিবাচক সংকেতও দেখা গিয়েছে, যা আগামী মরশুমে পঞ্জাবকে ভালো ফল করতে সাহায্য করতে পারে। দেখে নেওয়া যাক তেমনই কিছু ইতিবাচক ছবি।
1/5প্লে-অফে উঠতে না পারলেও আইপিএল ২০২২-এ পঞ্জাব কিংসের সব থেকে বড় প্রাপ্তি লিয়াম লিভিংস্টোন। নিলামে সাড়ে ১১ কোটি টাকা দিয়ে লিভিংস্টোনকে দলে নেয় পঞ্জাব। একটা টাকাও যে ফালতু খরচ হয়নি পঞ্জাবের, লিভিংস্টোন সেটা নিজের পারফর্ম্যান্স দিয়েই বুঝিয়ে দেন। ১৪ ম্যাচে ৪৩৭ রান সংগ্রহ করেন লিয়াম। হাফ-সেঞ্চুরি করেন চারটি। ৩৪টি ছক্কা হাঁকিয়ে ভবিষ্যতে আইপিএল মাতানোর ইঙ্গিত দিয়ে রাখেন ব্রিটিশ তারকা। বল হাতে ৬টি উইকেটও নিয়েছেন লিভিংস্টোন।
2/5শিখর ধাওয়ানের ধারাবাহিকতাও পঞ্জাব শিবিরকে আশ্বস্ত করবে। গব্বর দলের হয়ে সব থেকে বেশি ৪৬০ রান করেন। লোকেশ রাহুল দল ছাড়ার পরে একজন নির্ভরযোগ্য ওপেনার খুঁজছিল পঞ্জাব। ধাওয়ান ফ্র্যাঞ্চাইজির আস্থার যথাযথ মর্যাদা রাখেন।
3/5অতীতে ঠিক যেভাবে শাহরুখ খান আইপিএলে নজর কেড়েছিলেন, এবার পঞ্জাবের জার্সিতে চোখ টেনে নেন উইকেটকিপার-ব্যাটসম্যান জিতেশ শর্মা। আগামী মরশুমে পঞ্জাবকে নির্ভরতা দিতে পারেন জিতেশ। এবছর ১২ ম্যাচে ২৩৪ রান সংগ্রহ করেন তিনি।
4/5কাগিসো রাবাদা আইপিএলে বরাবর ধারাবাহিক। যে উদ্দেশ্য নিয়ে রাবাদাকে দলে নিয়েছিল পঞ্জাব, তা পুরোপুরি সফল। প্রোটিয়া তারকা এবার ১৩ ম্যাচে ২৩টি উইকেট নেন। বাকিরা তাঁকে যথাযথ সমর্থন করতে পারলে পঞ্জাবের বোলিং আক্রমণকে আগামী মরশুমে আরও শক্তিশালী দেখাবে নিশ্চিত।
5/5সর্বোপরি পঞ্জাব এবছর দলগত পারফর্ম্যান্সে ধারাবাহিকতা দেখাতে না পারলেও মরশুমেও কোনও পর্যায়েই আত্মসমর্পণ করার মানসিকতা দেখায়নি। বরং এক ম্যাচে হেরে পুনরায় ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচে। এই লড়াকু মানসিকতাই দলকে একজোট করে পরের মরশুমে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে।