IPL-এর ইতিহাসে তিন বার ফাইনালে উঠেছে RCB। কিন্তু কোনও বারই শেষরক্ষা হয়নি। এ বার ফাইনালে উঠে অধরা ট্রফি জয়ের স্বাদ পেতে চান কোহলিরা। এ দিকে লখনউ এই প্রথম বার আইপিএল খেলছে। তারাও জিততে মরিয়া। মঙ্গলবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রস্তুতির সময়ে দুই দলের প্লেয়ারদের আড্ডার মেজাজে পাওয়া গেল।
2/6করোনাকালে এখন যে কোনও টুর্নামেন্টের মতোই আইপিএলেও হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। ক্রিকেটারদের ধারেকাছেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠও বলয়ের মধ্যেই রয়েছে। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনউ সুপার জায়ান্টসের টিমবাস ঢোকা ও বেরনোর সময়টুকু ছাড়া গেট বন্ধ থাকল সারাক্ষণ।
3/6তবু শহরে বিরাট, আর ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা থাকবে না, তা আবার হয় নাকি! বিরাটকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কোহলির সমর্থকদের একাংশও। সল্ট লেক ক্যাম্পাসের সীমানা প্রাচীরের ফাঁক গলে দেখা গেল, নেটে রীতিমতো ঝড় তুলেছেন কোহলি।
4/6পুল-কাট-ড্রাইভ, কিছুই বাদ গেল না তাঁর ব্যাটিং অনুশীলন থেকে। স্পিনারদের বলে স্টেপ আউট করে ছক্কাও মারলেন। লখনউয়ের বিরুদ্ধে প্লে-অফের ম্যাচে খেলতে নামার আগে কোহলির এমন পারফরম্যান্স দেখার পর উচ্ছ্বসিত হতেই পারেন কোহলি ভক্তরা।
5/6আইপিএলের ইতিহাসে তিন-তিনবার ফাইনালে উঠেছে আরসিবি। কিন্তু কোনওবারই শেষরক্ষা হয়নি। একবার ডেকান চার্জার্সের কাছে হারতে হয়েছিল। একবার ফাইনালে তাদের পরাস্ত করে চেন্নাই সুপার কিংস। আর ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ বিরাটের আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
6/6তবে প্র্যাক্টিসে লখনউ আর আরসিবি-র প্লেয়ারদের দেখ হতে, সকলেই ছিল আড্ডার মেজাজে। ম্যাচের আগে ফুরফুরে মেজাজে দুই দল। এ দিকে আরসিবি সোমবারই হোটেলে একটা ছোটখাট টিমমিটিং সেরে ফেলেছে। সেখানে বক্তব্য রাখেন কোহলিও। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে আরিসিবি দলের একজন বললেন, 'বিরাটভাই সকলকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করেছে। বলেছে, প্লে অফে উঠতে পেরেছি অন্য দলের ভরসায়। কিন্তু এবার আমাদের নিজেদের হাতেই নিজেদের ভাগ্য। নিজেদের দক্ষতায় প্লে অফ জিততে হবে। নিজেদের দমে ট্রফি জিতে দেখাতে হবে।'