1/8চোটের জন্য IPL থেকে ছিটকে গেলেন তারকা পেসার, বড়সড় ধাক্কা গম্ভীরের পরিকল্পনায়। (ছবি সৌজন্যে এএফপি এবং টুইটার)
2/8চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড তারকা মার্ক উড। ইসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
3/8ওই প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ডান হাতের কনুইয়ে চোট পান উড। ইতিমধ্যে ইংল্যান্ড বোর্ডের তরফে উডের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়েন্টসকে সেই তথ্য জানানো হয়েছে। (ছবি সৌজন্যে এএফপি)
4/8ওই প্রতিবেদন অনুযায়ী, উডের পরিবর্তে কাকে নেওয়া হবে, তা এখনও ঠিক করেনি লখনউ। যে দলের মেন্টর হলেন গৌতম গম্ভীর। আইপিএলের মেগা নিলামের পর তিনি জানিয়েছিলেন, লখনউয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেন উড। (ছবি সৌজন্যে রয়টার্স)
5/8ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে মাত্র ১৭ ওভার বল করেছিলেন। তারপর চোটের জন্য মাঠ ছেড়ে গিয়েছিলেন। শুক্রবার তাঁর চোট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইংল্যান্ড বোর্ড। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
6/8এবারের আইপিএলে ৭.৫ কোটি টাকায় উডকে দলে নেয় গৌতম গম্ভীরদের লখনউ সুপার জায়েন্টস। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
7/8নিলামের পর ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ানে উড বলেছিলেন, ‘কত টাকায় নেওয়া হচ্ছে, তা নিশ্চিত হয়ে যাওয়ার পর সারা (স্ত্রী) জানতে চায় যে কত পাউন্ড পাচ্ছি - আমাদের হয়ত সব অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, যাতে সেই অর্থ হাতছাড়া না হয়।’ (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
8/8উড আরও বলেছিলেন, ‘তবে আমি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলাম। এটা যেন কম্পিউটার গেমের মতো মনে হচ্ছিল - প্রায় বাস্তব না হওয়ার মতো। ফুটবল ম্যানেজার ট্রান্সফার যেমন হয়। কিন্তু আপনার সঙ্গে যখন চুক্তি হয়, তখন সেটা বাস্তবেই হয়।’ (ছবি সৌজন্যে রয়টার্স)