IPL Playoff Chances: কষা শুরু হল নয়া অঙ্ক, কোন পথে কোন দল যেতে পারে প্লে অফে?
Updated: 16 May 2022, 12:12 PM IST Abhijit Chowdhury 16 May 2022 ipl playoff, ipl playoff chances, ipl playoffs qualification, ipl playoff kkr chance, ipl playoffs scenario, ipl playoffs probababilities, rcb playoff chances, kkr playoff chances, rr playoff chances, punjab kings playoff chances, playoff chances, দিল্লি ক্যাপিটালসের প্লে অফ সম্ভাবনা, রাজস্থানের প্লে অফ সম্ভাবনা, আরসিবির প্লে অফ সম্ভাবনা, কেকেআরের প্লে অফ সম্ভাবনা, আইপিএ প্লে অফIPL Playoff Chances: IPL 2022-এ এখনও পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলা হয়েছে এবং এখনও শুধুমাত্র একটি দল (গুজারট টাইনান্স) এর পাশে Q (প্লে অফে যোগ্যতা অর্জন করেছে) লেখা আছে। গতকাল সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছে। এর ফলে গুজরাট টাইটান্সের পরে দ্বিতীয় দল হিসেবে এখনও প্লে অফে পাকাপাকি ভাবে নাম লেখাতে পারেনি লখনউ।
পরবর্তী ফটো গ্যালারি