এর আগে যাঁরা IPL-এর পার্পল ক্যাপ জিতেছেন, এবার প্রথম পাঁচে রয়েছে তাঁদের মধ্যে মাত্র একজন। প্রথমবার এই খেতাব জয়ের জন্য লড়াই চালাচ্ছেন প্রথম পাঁচের বাকিরা।
1/6১২ ম্যাচে ২৩টি উইকেট নিয়ে আইপিএল ২০২২-এর বেগুনি টুপি নিজের কাছে রেখে দিয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।
2/6আইপিএলের বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১২ ম্যাচে আরসিবি তারকার সংগ্রহে রয়েছে ২১টি উইকেট।
3/6দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে তিন নম্বরে অবস্থান করছেন।
4/6পঞ্জাব কিংসের কাগিসো রাবাদা ১০ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন। এর আগে যাঁরা আইপিএলের বেগুনি টুপি জিতেছেন, তাঁদের মধ্যে একমাত্র রাবাদাই এবার সর্বোচ্চ উইকেটশিকারিদের দৌড়ে প্রথম পাঁচে অবস্থান করছেন। রাবাদা এর আগে ২০২০ আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন।
5/6৯ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন আইপিএল ২০২২-এর বেগুনি টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন।
6/6মুম্বইয়ের বিরুদ্ধে ৩টি উইকেট নেওয়ার সুবাদে চলতি আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে ১০ নম্বরে উঠে আসেন চেন্নাই সুপার কিংসের মুকেশ চৌধরী। তিনি উইকেট সংখ্যায় ধরে ফেলেন ডোয়েন ব্র্যাভো (নয় নম্বরে), আবেশ খান (আট নম্বরে), মহম্মদ শামি (সাত নম্বরে) ও খলিল আহমেদকে (ছয় নম্বরে)।