আইপিএলে কোন কোন খেলোয়াড়রা ধরে রাখছে কোন ফ্র্যাঞ্চাইজি? তার একটি তালিকা প্রকাশ করল ইএসপিএন ক্রিকইনফো। ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের কোনও ক্রিকেটার বা ‘টাইগারদের’ ধরে রাখা হয়নি। শাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।
1/6‘টাইগারদের’ উপেক্ষা IPL-এ? শাকিব, মুস্তাফিজুরকে ধরে রাখল না KKR ও RR: রিপোর্ট (ছবি সৌজন্য, ফেসবুক @KolkataKnightRiders)
2/6ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজুর রহমানকে রিটেন করল না রাজস্থান রয়্যালস। শুধুমাত্র অধিনায়ক সঞ্জু স্যামসনকে রিটেন করেছে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
3/6এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১৪ উইকেট নেন ফিজ। ইকোনমি রেট ৮.৪১। গড় ৩১.১৪। স্ট্রাইক রেট ২২.২১। যা বাংলাদেশি তারকার নিরিখে তেমন ভালো পারফরম্যান্স নয়। (ফাইল ছবি, সৌজন্য এএনআই)
4/6ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলে মুস্তাফিজুরের সতীর্থ শাকিব আল হাসানকেও ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
5/6এবারের আইপিএলে আট ম্যাচে চার উইকেট নেন শাকিব। গড় ৪৬.৭৫। স্ট্রাইক রেট ৩৯। ইকোনমি রেট ৭.১৯। এবারের টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরশাহির স্পিন সহায়ক পিচে যথেষ্ট ভালো বোলিং করেন শাকিব। (ছবি সৌজন্য আইপিএল)
6/6আট ম্যাচে ৪৭ রান করেন শাকিব। এলিমিনেটরে তাঁর ধৈর্যশীল ইনিংস কেকেআরের জয় নিশ্চিত করেছিল। (ছবি সৌজন্য, ফেসবুক @KolkataKnightRiders)