1/5২০২২ সালের আইপিএলের নয়া টাইটেল স্পনসর হচ্ছে টাটা গ্রুপ। সংবাদসংস্থাকে এমনটাই জানিয়েছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/5সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের চেয়ারম্যান বলেন, 'চিনা প্রস্তুতকারী সংস্থা ভিভোর পরিবর্তে আগামী বছর আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে টাটা গ্রুপ।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5মঙ্গলবার সকালের দিকেই সূত্র উদ্ধৃত করে এএনআই জানায়, আইপিএল থেকে সরে যেতে চাইছে ভিভো। এক সূত্রকে উদ্ধৃত করে এএনআই বলেছিল, 'ভিভো চুক্তি শেষ করতে চায়। সেই বিষয়টি সামনে আসার পরই আমরা টাটাকে টাইটেল স্পনসর হিসেবে বিবেচনা করছি। (ভিভোর) সঙ্গে চুক্তির দু'বছর এখনও বাকি আছে। তাই বাকি সময়ের জন্য (আইপিএলের) টাইটেল স্পনসর হবে টাটা।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/5উল্লেখ্য, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিনের সংঘাতের প্রেক্ষিতে ২০২০ সালে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিল। যদিও প্রাথমিকভাবে সম্পর্ক ছিন্ন করার হাঁটতে অস্বীকার করেছিল ভারতীয় বোর্ড (বিসিসিআই)। পরে মূল স্পনসর হয়েছিল ড্রিম ১১ (Dream11)। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/5২০২১ সালে অবশ্য ফের আইপিএলের টাইটেল স্পনসর হয়েছিল ভিভো। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আইপিএল)