বাংলা নিউজ > ছবিঘর > IPL 2022: অরেঞ্জ ক্যাপের দৌড়ে নাগালের বাইরে, বাটলারকে টক্কর দেওয়ার কেউ থাকলই না

IPL 2022: অরেঞ্জ ক্যাপের দৌড়ে নাগালের বাইরে, বাটলারকে টক্কর দেওয়ার কেউ থাকলই না

আইপিএলের পাইনাল এখনও বাকি। তবে অরেঞ্জ ক্যাপের দৌড়ে জোস বাটলারের ধারেকাছে কেউ নেই। এই মরশুমে তাই কমলা টুপি উঠতে চলেছে বাটলারের মাথায়। আর বাটলার এ বার যা খেলেছেন, তাতে এই ক্যাপের যোগ্য ব্যক্তি এ বার রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকা।